chess

Chess Tournament: রাজ্যে ‘সিনিয়র চেস চ্যাম্পিয়নশিপে’ সেরা উৎসব, সমৃদ্ধা, এ বার খেলবেন জাতীয় স্তরে

দাবা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দেশের দ্বিতীয় তথা বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। ছিলেন বাংলার আর এক গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গঙ্গোপাধ্যায়। তাঁরা জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আগামীতে জাতীয় স্তরে বাংলার প্রতিযোগীরা সফল হবেন বলেই তাঁদের আশা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:০০
Share:

জয়ীদের সঙ্গে দিব্যেন্দু ও সূর্য শেখর নিজস্ব চিত্র

শেষ হল রাজ্য স্তরের সিনিয়র চেস চ্যাম্পিয়নশিপ। ‘সারা বাংলা দাবা সংস্থা’ আয়োজিত এই প্রতিযোগিতার শেষে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন উৎসব চট্টোপাধ্যায়। মেয়েদের চ্যাম্পিয়ন সমৃদ্ধা ঘোষ।

Advertisement

বিভিন্ন জেলার মোট ১৩৪ জন প্রতিযোগী নাম দিয়েছিলেন। প্রতিযোগিতা শেষে ছেলেদের ও মেয়েদের মধ্যে সেরা চার প্রতিযোগীর নাম ঘোষণা করেন আয়োজকরা। ছেলেদের মধ্যে উৎসব ছাড়া বাকি তিন জন হলেন অর্পণ দাস, অরিন্দম মুখোপাধ্যায় ও বিশাল বসাক। মেয়েদের মধ্যে সমৃদ্ধা ছাড়া বাকিরা হলেন সুরিয়া মাঝি, স্নেহা হালদার ও বৃষ্টি মুখোপাধ্যায়।

রাজ্য স্তরে সেরা আট জন জাতীয় স্তরে পুরুষ ও মহিলাদের দাবা প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্ব করবেন। পুরুষ ও মহিলাদের জাতীয় স্তরের প্রতিযোগিতা যথাক্রমে কানপুর ও ওড়িশাতে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

Advertisement

দাবা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দেশের দ্বিতীয় তথা বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। ছিলেন বাংলার আর এক গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গঙ্গোপাধ্যায়। তাঁরা জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আগামীতে জাতীয় স্তরে বাংলার প্রতিযোগীরা সফল হবেন বলেই তাঁদের আশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement