—ফাইল চিত্র।
অলিম্পিক্স আয়োজক কমিটি ২০২১ সালের গেমসের জন্য বিভিন্ন খাতে তাদের বাজেট ঘোষণা করল। শুধু করোনাভাইরাসের মোকাবিলা করার জন্য ৯০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে।
অলিম্পিক্স আয়োজক কমিটির সিইও তোসিরো মুতো জানিয়েছেন, ২০২০ সালে গেমস হলে যেখানে ১,২৬০ কোটি ডলার খরচ হত, সেখানে দেরি হওয়ার কারণে খরচ বেড়ে হবে ১,৫৪০ কোটি ডলার।
কোভিডের মোকাবিলায় পিসিআর টেস্টিং এবং তার পরিকাঠামো তৈরি, প্রচুর ক্লিনিকের ব্যবস্থা করা, খাবার ও পানীয় জল যেখানে তৈরি হবে, সেখানে যাবতীয় সুরক্ষাবিধি মানা, এগুলোর জন্যই অধিকাংশ খরচ হবে।
আরও পড়ুন: গুরপ্রীতের বিরুদ্ধে গোল করতে পারাই মোটিভেশন, জানালেন উইলিয়ামস
আরও পড়ুন: ব্র্যাডম্যানের প্রথম টেস্ট টুপি নিলামে, দাম উঠল আড়াই কোটি টাকারও বেশি
তোসিরো মুতো জানিয়েছেন, ‘‘অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে অলিম্পিক্স আয়োজন করতে হচ্ছে। তার মধ্যেও আমরা সেরা ব্যবস্থা রাখতে চাই। বিশেষ করে কোভিডের জন্য আমরা বিশেষ সতর্ক। তবু বিরাট চাপের মধ্যে দিয়ে আমাদের এগোতে হচ্ছে। যত বেশি সম্ভব চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের আমরা শামিল করার চেষ্টা করছি। এই সবকিছুর জন্যই প্রচুর অর্থের দরকার। তাই আমাদের বাজেট বাড়াতেই হচ্ছে।’’