কোন ফুটবল ক্লাবে বোল্ট, ঘোষণা আজ

ট্র্যাক থেকে অবসর নেওয়ার পরে বোল্ট বারবার ফুটবল নিয়ে তাঁর আগ্রহের কথা জানিয়েছেন। তিনি যে ক্লাবের অন্ধ ভক্ত, সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার ব্যাপারে অতীতে আগ্রহ দেখিয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৫
Share:

চমক: এ বার ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি করলেন বোল্ট। ফাইল চিত্র

ইউসেইন বোল্ট-কে কি এ বার কোনও বিশেষ ফুটবল টিমের জার্সিতে দেখা যাবে? কোনও ফুটবল ক্লাবের হয়ে মাঠে নেমে পড়বেন তিনি?

Advertisement

সে রকমই ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি এই স্প্রিন্টার। বোল্ট জানিয়েছেন, তিনি একটি ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু সেই ক্লাবের নাম এখনও ঘোষণা করা হয়নি। আজ, মঙ্গলবার সেই ক্লাবের নাম জানাবেন বোল্ট।

ট্র্যাক থেকে অবসর নেওয়ার পরে বোল্ট বারবার ফুটবল নিয়ে তাঁর আগ্রহের কথা জানিয়েছেন। তিনি যে ক্লাবের অন্ধ ভক্ত, সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার ব্যাপারে অতীতে আগ্রহ দেখিয়েছিলেন। এমনকী কিছু দিন আগেই তিনি জানিয়েছিলেন, মার্চে বরুসিয়া ডর্টমুন্ডে ট্রায়াল দিতে যেতে পারেন। এই পরিস্থিতিতে সোমবার বোল্ট টুইট করেন, ‘আমি একটা ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। সেই ক্লাব কারা, জানতে পারবেন মঙ্গলবার সকালে।’

Advertisement

বোল্টের এই টুইটের পরেই জল্পনা শুরু হয়ে যায়, তা হলে কোন ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন এই কিংবদন্তি। আলোচনায় অবশ্যই ম্যাঞ্চেস্টার ইউনাইটে থেকে ডর্টমুন্ড— সব ক্লাবেরই নাম উঠে আসছে। এ ছাড়া মেজর সকার লিগে ডেভিড বেকহ্যামের নতুন দল ‘ফুটবল মায়ামি’ –র নামও উঠে আসছে। কারণ সম্প্রতি এই ক্লাব নিয়েও আগ্রহ দেখিয়েছিলেন বোল্ট। বলেছিলেন, তিনি এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement