পুরুষ ডাবলসে ভারতীয়দের চ্যালেঞ্জ শেষ

য়ুক্তরাষ্ট্র ওপেনের পুরুষ ডাবলস থেকে ভারতীয়দের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। যখন বুধবার কোয়ার্টার ফাইনালে ফ্লোরিন মার্জিয়াকে নিয়ে হেরে গেলেন রোহন বোপান্না। ষষ্ঠ বাছাই ইন্দো-রোমানিয়ান জুটি কিছুটা অপ্রত্যাশিত ভাবেই হারলেন অবাছাই ব্রিটিশ-সুইড জুটি ইঙ্গলট এবং লিন্ডস্টেডের কাছে স্ট্রেট সেটে। ৬-৭ (২-৭), ৩-৬। লিয়েন্ডার পেজ আগেই বিদায় নিয়েছিলেন ডাবলস থেকে। তাঁর ১০২ নম্বর পার্টনার ফেরনান্দো ভার্দাস্কোকে নিয়ে খেলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৬
Share:

য়ুক্তরাষ্ট্র ওপেনের পুরুষ ডাবলস থেকে ভারতীয়দের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। যখন বুধবার কোয়ার্টার ফাইনালে ফ্লোরিন মার্জিয়াকে নিয়ে হেরে গেলেন রোহন বোপান্না। ষষ্ঠ বাছাই ইন্দো-রোমানিয়ান জুটি কিছুটা অপ্রত্যাশিত ভাবেই হারলেন অবাছাই ব্রিটিশ-সুইড জুটি ইঙ্গলট এবং লিন্ডস্টেডের কাছে স্ট্রেট সেটে। ৬-৭ (২-৭), ৩-৬। লিয়েন্ডার পেজ আগেই বিদায় নিয়েছিলেন ডাবলস থেকে। তাঁর ১০২ নম্বর পার্টনার ফেরনান্দো ভার্দাস্কোকে নিয়ে খেলে।

Advertisement

এ দিকে, তাঁর পয়া গ্র্যান্ড স্ল্যামে ফিরে এসে এ বছরে যেন এই প্রথম বার নিজের চেনা ছন্দে পাওয়া যাচ্ছে মারিন চিলিচকে। গত বারের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন সাড়ে ছয় ফুটের ক্রোট গত রাতে ৩৫ ডিগ্রি গরমেও চার ঘণ্টার বেশি খেলে পাঁচ সেটের ম্যারাথন কোয়ার্টার ফাইনাল জেতেন। ২৯টা ‘এস’, ৬৩টা উইনার মেরে হারালেন জো উইলফ্রেড সঙ্গাকে। ৬-৪, ৬-৪, ৩-৬, ৬-৭ (৩-৭), ৬-৪। নবম বাছাই চিলিচ সেমিফাইনাল খেলবেন বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের বিরুদ্ধে। শীর্ষ বাছাই জকোভিচ তাঁর টানা ছাব্বিশতম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল খেলার কৃতিত্ব উদযাপন করলেন ফেলিসিয়ানো লোপেজকে ৬-১, ৩-৬, ৬-৩, ৭-৬ (৭-২) হারিয়ে। শুক্রবারের সেমিফাইনালে জকোভিচকে নিশ্চয়ই চিলিচের সঙ্গে তাঁর হেড-ট়ু-হেড রেকর্ড (১৩-০) উজ্জীবিত করবে, কিন্তু টেনিস বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, ফ্লাশিং মেডোর চিলিচকে হারানো টেনিসের জোকারের পক্ষে খুব একটা সহজ হবে না। অঘটনও ঘটে যেতে পারে। যে ভাবে এক বছর আগেই ফেডেরার সেমিফাইনালে চিলিচের হাতে বধ হয়েছিলেন। বিগ সার্ভার (এ বারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক ‘এস’ মেরেছেন) চিলিচ এ বছরের প্রথম তিন মাস কাঁধের চোটে কোর্টের বাইরে কাটানোর পরে ফিরে এসে ফ্লাশিং মেডোর আগে পর্যন্ত আহামরি কিছু খেলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement