আধিকারিকদের হেফাজতে চাইল মার্কিন প্রশাসন

ফিফায় দুর্নীতি সংক্রান্ত মামলায় এ বার নয়া মোড়! দুর্নীতির দায়ে অভিযুক্ত সাত ফিফা আধিকারিককে এ বার নিজেদের হেফাজতে চাইল মার্কিন প্রশাসনের ফেডারেল অফিস অব জাস্টিস (এফওজে)। যাঁদের সকলেই এই মুহূর্তে রয়েছেন সুইৎজারল্যান্ডের জেলে। গত ২৭ মে জুরিখে ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন এই সাত জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০৩:২৩
Share:

ফিফায় দুর্নীতি সংক্রান্ত মামলায় এ বার নয়া মোড়! দুর্নীতির দায়ে অভিযুক্ত সাত ফিফা আধিকারিককে এ বার নিজেদের হেফাজতে চাইল মার্কিন প্রশাসনের ফেডারেল অফিস অব জাস্টিস (এফওজে)। যাঁদের সকলেই এই মুহূর্তে রয়েছেন সুইৎজারল্যান্ডের জেলে। গত ২৭ মে জুরিখে ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন এই সাত জন।

Advertisement

সুইস বিদেশমন্ত্রকের তরফে প্রাপ্ত খবর অনুযায়ী, বুধবার রাতেই সাত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য রাজধানী বার্নের মার্কিন দূতাবাস থেকে আবেদন গিয়েছে সরকারের কাছে।

বিশেষ়জ্ঞ মহলের একটা বড় অংশের ধারণা, দুর্নীতির উৎস কোথায় আর এর পিছনে কোন বড় মুখ লুকিয়ে রয়েছে তা এ বার বেড়িয়ে পড়তে পারে অভিযুক্ত সাত জনের মধ্যে কেউ রাজসাক্ষী হলেই। বিশেষজ্ঞদের একটা অংশের অভিমত, পরবর্তী শুনানি আর তার পর পাল্টা আবেদন করার ফাঁকে আরও একটা মাস বেরিয়ে যেতে পারে। ফলে দ্রুত সাত অভিযুক্তকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়া সম্ভব নয়। তবে এরই পাশাপাশি আরও একটা সূত্রের অভিমত, সুইৎজারল্যান্ডের আদালতে আবেদন না করে মার্কিন মুলুকে স্থানান্তরিত হওয়ার পরেই আইনি প্রক্রিয়া কাজে লাগিয়ে জামিন পেয়ে বেরিয়ে আসতে পারেন এই সাত অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement