শীতকালীন অলিম্পিক্স বসবে বেজিংয়ে। ছবি: এএফপি
বেজিংয়ে বসবে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক্স। সেই প্রতিযোগিতায় কূটনৈতিক বয়কটের ডাক দিল জো বাইডেনের আমেরিকা সরকার। হোয়াইট হাউসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে খেলোয়াড়রা অংশ নিলেও থাকবেন না কোনও আধিকারিক।
চিনের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল কোনও দেশ যদি বয়কটের ডাক দেয় তা হলে ‘ব্যবস্থা নেওয়া হবে’। আমেরিকার তরফে জানানো হয়েছে কোনও খেলোয়াড় যদি অংশ নিতে চান তা হলে সরকার তাঁকে সব রকম সাহায্য করবে।
আমেরিকা যে এমন সিদ্ধান্ত নিতে চলেছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল কিছু দিন আগেই। চিনকে বার্তা দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত বাইডেনের। আমেরিকার প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন যে তাঁর সরকার কূটনৈতিক বয়কটের কথা ভাবছে। সেটাই জানিয়ে দেওয়া হল সোমবার।
আমেরিকার বিদেশ দফতরের তরফে জানানো হয়েছিল, শিনজিংয়ায়ে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন-সহ বিভিন্ন ঘটনার জেরেই বেজিংয়ে বসতে চলা শীতকালীন অলিম্পিক্সে কূটনৈতিক বয়কট করা হতে পারে।
আগামী বছর ৪ থেকে ২০ ফেব্রুয়ারি বেজিংয়ে শীতকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হবে। চিনের রাজধানীর পাশাপাশি হেইবেই প্রদেশের ঝ্যাংজিয়াকউ এবং পার্বত্য অঞ্চল ইয়াংকিঙে হবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।