প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক যুক্ত হল। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২১তম গ্র্যান্ড এশিয়ান ইন্টারভার্সিটি চেস চ্যাম্পিয়নশিপে তারা সেরার সম্মান লাভ করেছে। এ মাসের ১৯-২৪ তারিখ এই প্রতিযোগিতায় কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু চ্যাম্পিয়নই হয়নি, ব্যক্তিগত বিভাগের তিনটি পুরস্কারও পেয়েছেন কলকাতারই তিনজন। ১২ দেশের এই প্রতিযোগিতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশগ্রহণ করেন গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ, আন্তর্জাতিক মাস্টার সায়ন্তন দাশ, দেবর্ষি মুখোপাধ্যায়, সায়ন বসু, সুমিত কুমার ও সঞ্চারী চক্রবর্তী। কোচ ছিলেন জয়ন্ত সরকার। ম্যানেজার ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ইনচার্জ অধ্যাপক পেমা লামা। ২৫ তারিখ মধ্যরাতে এশিয়া জয় করে ফিরছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা। সম্প্রতি সর্বভারতীয় আন্তর্বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতাতেও সেরা হয়েছিল কলকাতা।
আরও পড়ুন: ইরানিতে রেকর্ড গড়ে ঋদ্ধির ডাবল সেঞ্চুরি, হারল পার্থিবের গুজরাত