Elina Svitolina

Elina Svitolina: পুরস্কার অর্থ দিচ্ছেন মানবিক এলিনা

টেনিস প্রতিযোগিতা খেলে যে পুরস্কার অর্থ পাবেন, তা দেবেন দেশের সেনাবাহিনী এবং যুদ্ধ-বিধ্বস্ত মানুষের প্রয়োজনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২২ ০৬:৪২
Share:

এলিনা সোয়াইতোলিনা ফাইল চিত্র।

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ক্রীড়া দুনিয়ার প্রতিবাদ এবং ইউক্রেনের প্রতি সমর্থনের ধ্বনি ক্রমশ জোরালো হচ্ছে। লিভারপুলের ম্যানেজার য়ুর্গেন ক্লপ তোপ দেগেছেন পুতিনকে। বলে দিয়েছেন, ‘‘একটা বাজে লোকের জন্য এই যুদ্ধটা হচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন দু’দেশের কেউ যুদ্ধ চায় না।’’ সোমবার রাতেই ফিফা ও উয়েফা রাশিয়াকে ফুটবল থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর ফলে কাতার বিশ্বকাপ তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারবে না রাশিয়ার কোনও ক্লাব।

Advertisement

তার মধ্যেই মানবিকতার উদাহরণ সৃষ্টি করছেন খেলোয়াড়েরা। ইউক্রেনের টেনিস তারকা এলিনা সোয়াইতোলিনা যেমন ঘোষণা করলেন, টেনিস প্রতিযোগিতা খেলে যে পুরস্কার অর্থ পাবেন, তা দেবেন দেশের সেনাবাহিনী এবং যুদ্ধ-বিধ্বস্ত মানুষের প্রয়োজনে। ইউক্রেনকে আক্রান্ত হতে দেখে শঙ্কিত তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement