গোল করার মুহূর্তে স্টারলিং টুইটার
ইউরোর প্রথম ম্যাচেই বিশ্বকাপের রানার্সকে হারিয়ে দিল ইংল্যান্ড। ঘরের মাঠে রহিম স্টার্লিংয়ের করা দ্বিতীয়ার্ধের গোলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় পায় গ্যারেথ সাউথগেটের দল। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরূদ্ধেই হারতে হয়েছিল হ্যারি কেনদের। বদলার ম্যাচে শুরু থেকেই রাশ নিজেদের দখলে রেখেছিল ইংল্যান্ড। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যেতে পারত ইংল্যান্ড। স্টার্লিংয়ের পাস ধরে পেনাল্টি বক্সের সামনে থেকে গোলার মত শট করেন ফিল ফোডেন। দ্বিতীয় পোস্টে লেগে বল বেরিয়ে যায়।
এরপর ৯ মিনিটেই কেলভিন ফিলিপস ডান পায়ের চেটো দিয়ে জোরালো শট করেন। তবে তাঁর শট আটকান গোলরক্ষক লিভাকোভিচ। ফিলিপসের পাস থেকেই ৫৭ মিনিটে জয়সূচক গোল করে যান স্টার্লিং। ডানদিকে বল ধরে জায়গা তৈরি করে স্টার্লিংয়ের উদ্দেশে বল বাড়ান ফিলিপস। লিভাকোভিচের ডান দিক দিয়ে শট করে গোল করেন ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার। লিভাকোভিচের হাতে লাগলেও শেষরক্ষা হয়নি।
গোটা ম্যাচে বল নিজেদের কাছে রাখলেও সুযোগ তৈরি করতে না পারা কিছুটা চিন্তায় রাখবে সাউথগেটকে। প্রথমার্ধের শেষদিকে খেলার নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে ফেলে তাঁর দল। ইউরোর মঞ্চে প্রথমবার প্রথম ম্যাচে জয় পেল ইংল্যান্ড। ম্যাচের আগে প্রথম একাদশ নিয়ে অসন্তোষ দেখা গিয়েছিল নেটমাধ্যমে। তবে ম্যাচে তিন পয়েন্ট আসায় খুশি ইংল্যান্ড সমর্থকরা। আগামী শনিবার ইংল্যান্ড খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে।