Portugal

Euro 2020: কোভিড আক্রান্ত জোয়াও ক্যান্সেলো, সমস্যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা

কোভিড আক্রান্ত হওয়ার পরই ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার ক্যান্সেলোকে নিভৃতবাসে রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৫:১০
Share:

জোয়াও ক্যান্সেলো ফাইল চিত্র

মঙ্গলবার হাঙ্গেরির বিরুদ্ধে নিজেদের ইউরো কাপ অভিযান শুরু করার আগে খারাপ খবর পর্তুগিজ শিবিরে। কোভিড আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলো। তাঁর জায়গায় দলে এসেছেন এসি মিলানের হয়ে খেলা দিয়োগো দালত।

Advertisement

কোভিড আক্রান্ত হওয়ার পরই ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার ক্যান্সেলোকে নিভৃতবাসে রাখা হয়েছে। কিছুদিন আগে স্পেনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল পর্তুগাল। সেই ম্যাচের পর স্পেনের ডিফেন্ডার সের্জিও বুস্কেৎস কোভিড আক্রান্ত হন। এরপর পর্তুগাল দলের ফুটবলারদের কোভিড পরীক্ষা করানো হলেও তখন সকলের রিপোর্ট নেগেটিভ আসে।

তবে ক্যান্সেলোর না থাকা বড় সমস্যায় ফেলতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। এবার যথেষ্ট কঠিন গ্রুপে র‍য়েছে গতবারের চ্যাম্পিয়নরা। গ্রুপের বাধা টপকাতে হলে জার্মানি, ফ্রান্সের বিরুদ্ধে ভাল খেলতে হবে তাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement