ঘরের মাঠে জয়ে ফেরার পর রাশিয়া। ছবি - টুইটার
ইউরো কাপের প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ০-৩ গোলে হেরে গিয়েছিল রাশিয়া। তবে দ্বিতীয় ম্যাচে সেন্ট পিটার্সবার্গের ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিল রাশিয়া। সৌজন্যে আলেক্সেই মিরানচুকের গোল। ফিনল্যান্ডও তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল। প্রথম ম্যাচে ১-০ গোলে ডেনমার্ককে হারিয়ে দেয় ফিনল্যান্ড।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফিনল্যান্ডের জালে বল জড়িয়ে দেন মিরানচুক। অবশ্য সেই গোলের আগে খেলার ৩ মিনিটেই এগিয়ে যেতে পারত ফিনল্যান্ড। ফোজানপালো অসাধারণ দক্ষতার সঙ্গে বল জালে জড়িয়ে দিয়েছিলেন। তবে লাভ হয়নি। কারণ অফ সাইডের জন্য সেই গোল বাতিল করে দেন রেফারি।
এরপর খেলার বাকি সময় দুটো দলই একাধিক সুযোগ তৈরি করে। তবে গোলমুখ খোলেনি। এমনকি নির্ধারিত সময়ের পরে ৮ মিনিট অতিরিক্ত খেলা চলে। তবুও সমতা ফেরাতে পারেনি গত ম্যাচের বিজয়ী ফিনল্যান্ড।