ধাক্কা খেলেন কেনরা। ছবি টুইটার
ইউরো কাপ শুরুর ২৪ ঘণ্টা আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। টাই-ব্রেকারের সময় ডেনমার্কের গোলকিপারের মুখে লেজার আলো ফেলা এবং তাদের জাতীয় সঙ্গীতের সময় শিস দেওয়ার জন্য ৩০ হাজার ইউরো জরিমানা হল তাদের। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭ লক্ষ টাকা।
ডেনমার্কের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের টাই-ব্রেকার চলার সময় গোলকিপার ক্যাসপার স্কিমিশেলের মুখে লেজার আলো ফেলে তাঁকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে তাদের জাতীয় সঙ্গীতের সময় নিন্দনীয় ভাবে ব্যাঙ্গাত্মক শিস দিয়ে অপমান করেন ইংরেজ সমর্থকরা।
গত বৃহস্পতিবার তদন্ত শুরু করেছিল উয়েফা। শনিবার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। যদিও সমর্থকরা আরও কঠোর শাস্তির দাবি করেছিলেন।
রবিবার ওয়েম্বলিতে ইটালির বিরুদ্ধে ইউরো কাপের ফাইনাল খেলতে নামছে ইংল্যান্ড। দেশকে প্রথম ইউরো কাপ জেতাতে চান হ্যারি কেনরা।