আন্দ্রেই মস্তোভয় করোনা আক্রান্ত। ছবি: টুইটার থেকে
ইউরো শুরু হওয়ার আগেই ধাক্কা রাশিয়া শিবিরে। তাদের ফুটবলার আন্দ্রেই মস্তোভয় করোনা আক্রান্ত। তাঁর বদলে দলে এলেন রোমান ইয়েভগেনিয়েভ। শুক্রবার এমনটাই জানানো হয়েছে দলের তরফে।
রাশিয়ার তরফে বলা হয়, “আরটিপিসিআর পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মস্তোভয়ের বদলে ইয়েভগেনিয়েভকে নেওয়া হচ্ছে।” রাশিয়ার প্রথম ম্যাচ শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে। শনিবার রাতে মুখোমুখি হবে দুই দেশ।
শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে এ বারের ইউরো কাপ। গত বছর হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা সম্ভব হয়নি। এ বারে ১১টি দেশ মিলে আয়োজন করছে এই প্রতিযোগিতা। ইটালি বনাম তুরস্কের ম্যাচ দিয়ে শুরু হবে ইউরো ২০২০। এই বছর হলেও প্রতিযোগিতার নামের সঙ্গে গত বছরের সালই রেখেছেন কর্তৃপক্ষ।