Euro Cup 2020

Euro 2020: রোনাল্ডো তাঁর রেকর্ড ভেঙে দিলে গর্বিত হবেন আলি দায়ি

এই মুহূর্তে দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক ইরানের আলি দায়ি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৭:২২
Share:

অনুশীলনে রোনাল্ডো। ছবি রয়টার্স

এই মুহূর্তে দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক ইরানের আলি দায়ি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর খুব কাছেই দাঁড়িয়ে রয়েছেন। আর চারটি গোল করলেই দায়িকে টপকে যাবেন তিনি। ইরানের ফুটবলার তার আগেই বলে দিয়েছিলেন, রোনাল্ডো তাঁর নজির ভাঙলে গর্বিত হবেন।

Advertisement

দেশের জার্সিতে ১৪৯ ম্যাচে ১০৯ গোল রয়েছে দায়ির। ১৯৯৩ থেকে ২০০৬ পর্যন্ত গোলগুলি করেছেন তিনি। এত কম ম্যাচে এত বেশি গোল করার নজির কার্যত কারওরই নেই। রোনাল্ডো ১০৬টি গোল করতে নিয়েছেন ১৭৬ ম্যাচ। বছর তিনেক আগেই এক সাক্ষাৎকারে দায়ি বলেছিলেন, “রেকর্ড একদিন ভাঙবেই। আমার রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রোনাল্ডোর রয়েছে। ওকে আমি শ্রদ্ধা করি।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে ৫ গোল করেছিলেন দায়ি। এক ম্যাচে দেশের জার্সিতে সেটিই তাঁর সর্বোচ্চ গোল। এ ছাড়া, চারটি ম্যাচে চারটি করে গোল করেছেন তিনি। ২০০৬ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার পর অবসর নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement