Euro Cup 2020

Euro 2020: ফ্রান্স শিবিরে ঝামেলা, দুই ফুটবলারের পরিবারকে কটূক্তি আর এক ফুটবলারের মা-র

সোমবারের ম্যাচে পেনাল্টি শুট-আউটে কিলিয়ান এমবাপে গোল করতে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ১৬:১৫
Share:

আদ্রিয়েন হাবিয়ো। ছবি রয়টার্স

সুইৎজারল্যান্ডের কাছে ইউরো কাপে হেরে গিয়ে এমনিতেই ফ্রান্স শিবির যথেষ্ট হতাশ। এর মধ্যেই এমন একটি ঘটনা প্রকাশ পেল যা গোটা দলের অস্বস্তি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

Advertisement

দলের দুই ফুটবলারের পরিবারকে আক্রমণ করলেন আর এক ফুটবলারের মা। পাল্টা তর্কাতর্কিও হল কিছুক্ষণ।

সোমবারের ম্যাচে পেনাল্টি শুট-আউটে কিলিয়ান এমবাপে গোল করতে পারেননি। তারপরে আদ্রিয়ান হাবিয়োর মা ভেরোনিক গ্যালারিতে তাঁর সামনে বসে থাকা এমবাপের মা ও বাবাকে কটূক্তি করেন।

Advertisement

ভেরোনিক বলেন, এমবাপের উচিত নিজের অহঙ্কার আরও কমানো। কম বয়সে সাফল্য পেয়ে তাঁর নাকি মাথা ঘুরে গিয়েছে।

জার্মানি ম্যাচের পোগবার (বাঁ দিকে) সঙ্গে হাবিয়ো (মাঝে)। ছবি রয়টার্স

পাল্টা এমবাপের মা-বাবা উত্তর দেন। ভেরোনিকের সঙ্গে কিছুক্ষণ তর্কাতর্কি হয়। এরপর পল পোগবার মা-কেও কটূক্তি করেন ভেরোনিক। বলেন, দেশের হয়ে খেলাকে কোনওদিনই গুরুত্ব দেন না পোগবা।

দলের ফুটবলারদের বাবা-মায়ের মধ্যে এমন ঝামেলা তীব্র অস্বস্তি নিয়ে এসেছে শিবিরে। প্রভাব পড়েছে দলের অন্দরেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement