UEFA Champions League

করোনা আতঙ্কের মধ্যে ইন্টার-পরীক্ষা, জয়ের খোঁজে রিয়াল

জ়িদানের ধারণা, এবার তাঁর দলও জয়ের সরণিতে ফিরবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ০৫:২০
Share:

চ্যাম্পিয়ন্স লিগে জয় চাইছেন জ়িনেদিন জ়িদান। ছবি এএফপি।

চলতি চ্যাম্পিয়ন্স লিগে তাঁর দল এখনও পায়নি জয়। আজ, মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার মিলানের বিরুদ্ধে খেলতে নামার আগে জ়িনেদিন জ়িদানের রিয়াল মাদ্রিদে ছড়িয়ে পড়ল করোনার আতঙ্ক। দলের ডিফেন্ডার এদের মিলিতাও এই মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। ক্লাবের তরফে জানানো হয়েছে, মিলিতাও-এর সংস্পর্শে আসা সমস্ত ফুটবলার এবং কোচিং স্টাফের করোনার পরীক্ষা হয়েছে। সেই ফল নেগেটিভ এসেছে।

Advertisement

তবে সেই আতঙ্ক দূরে সরিয়ে ম্যানেজার জ়িদানের চোখ তিন পয়েন্টে। ‘বি’ গ্রুপে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে রিয়াল। ফলে ইন্টারের বিরুদ্ধে জয় একান্তই প্রয়োজনীয় হয়ে পড়েছে। তবে জ়িদানের ধারণা, এবার তাঁর দলও জয়ের সরণিতে ফিরবে। গত সপ্তাহে লা লিগায় উয়েস্কার বিরুদ্ধে দলের ৪-১ গোলে জয় তাঁকে আশ্বস্ত করেছে। স্বস্তি আরও বাড়িয়েছে চোট কাটিয়ে মাঠে ফেরা এডেন অ্যাজ়ারের গোল। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, “অ্যাজ়ারের ফুটবলের মান কতটা উচ্চস্তরের, সেটা আমরা সকলেই জানি। ও নিজেও কিন্তু সেরা ফুটবলই উপহার দিতে চায়। ফলে আমি মনে করি, মাঠের বাইরের সমস্ত চাপকে দূরে সরিয়ে তিন পয়েন্ট পাওয়ার জন্য লড়াই করতে হবে। দলের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। দল ম্যাচ জিতবে।”

পেপের উষ্মা: চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচে জেতা ম্যাঞ্চেস্টার সিটির আজ প্রতিপক্ষ অলিম্পিয়াকস। এততিহাদে সেই ম্যাচ খেলতে নামার আগে ম্যানেজার পেপ গুয়ার্দিওলার গলায় অভিমান। তিনি বলেছেন, “ভাল খেললেও আমার দলকে সেই কৃতিত্ব দেওয়া হচ্ছে না। সেটা আদৌ কাঙ্ক্ষিত নয়। তবে ফুটবলারদের বলে দিয়েছি, ধারাবাহিক ভাবে সেরা ফুবল খেলতে পারলে সকলেই ফের সমীহ করবে আমাদের।” মঙ্গলবারের ম্যাচেও পাওয়া যাবে না সের্খিয়ো আগুয়েরোকে। পেপ বলেছেন, “ওর হ্যামস্ট্রিংয়ের চোট অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। তবে আমরা কোনও ধরনের ঝুঁকি নিতে চাই না।”

Advertisement

বায়ার্নে করোনা: দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। তবে আজ এফসি সলজ়বার্গের বিরুদ্ধে খেলতে নামার আগে আতঙ্কে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল।ডিফেন্ডার নিকলাস সুলের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। ক্লাবের তরফে ২৫ বছরের ডিফেন্ডারকে নিভৃতবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যানেজার দিয়েতের ফ্লিক জানিয়েছেন, জয়ের ধারা বজায় রাখতে তৈরি দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement