যুব বিশ্বকাপে ৯৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ভারত

শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার সামনে ২৬৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং লাইন আপ।

Advertisement
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৫
Share:

শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার সামনে ২৬৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং লাইন আপ। দলের দুই ওপেনার শুরুতেই আউট হয়ে গেলে ব্যাটিংয়ের হাল ধরেন আনমোলপ্রীত সিংহ, সরফরাজ খান ও ওয়াশিংটন সুন্দর। জবাবে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ১৭০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে তিনটি উিকেট নিলেন মায়াঙ্ক দাগার। জোড়া উইকেট আবেশ খানের। একটি করে উইকেট নিলেন খলিল আহমেদ, রাহুল বথাম ও ওয়াশিংটন সুন্দর। ম্যাচের সেরা হয়েছেন আনমোলপ্রীত সিংহ।

Advertisement

• ৪২.৪ ওভারে ১৭০ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস।

• শেষ উইকেট ফার্নান্দোর। দাগারের বলে আনমোলপ্রীতকে ক্যাচ তুলে দেন তিনি।

Advertisement

• ১৭০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফাইনালের আশা শেষ শ্রীলঙ্কার।

• ৪২.২ ওভারে দাগারের বলে আবেশ খানকে ক্যাচ দিয়ে ফেরেন নিমেশ।

• ১৭০ রানের ব্যাট করছে শ্রীলঙ্কা।

• ৪১.৩ ওভারে সুন্দরের বলে বোল্ড হয়ে ফিরলেন সিলভা।

• ৩৭.১ ওভারে শ্রীলঙ্কা ১৪৯/৭।

• খলিল আহমেদের বলে আবেশ খানকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন ডি সিলভা।

• সপ্তম উইকেট শ্রীলঙ্কার।

• ২৮ রান করে আবেশ খানের বলে পন্থকে ক্যাচ দিয়ে ফিরলেন ডি সিলভা।

• ষষ্ঠ উইকেট শ্রীলঙ্কার।

• ২৯.৪ ওভারে শ্রীলঙ্কা ১১২/৫।

• ৩৮ রান করে রান আউট হলেন আশান।

• পঞ্চম উইকেট শ্রীলঙ্কার।

• ২৭ ওভারে শ্রীলঙ্কা ১০৪/৪।

• ২৫ ওভারে শ্রীলঙ্কা ৯২/৪। ৪১ বলে ৩১ রান করে ব্যাট করছেন আশান।

• শুরুতে যেভাবে ধাক্কা খেয়েছিল ভারত সেই একইভাবে পর পর উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কাও। এমন অবস্থায় দেখার কে ছাপিয়ে যেতে পারে কাকে।

• ৩৮ রানে মেন্ডিস ও ২৭ রানে আশান এই মুহূর্তে ক্রিজে রয়েছেন।

• ২২ ওভারের শেষে শ্রীলঙ্কা ৮৭/৩।

• ১৬ ওভারে শ্রীলঙ্কা ৫৮/৩।

• তৃতীয় উইকেট পেল ভারত। বথামের বলে লোমরোকে ক্যাচ দিয়ে ফিরলেন অধিনায়ক আসালাঙ্কা।

• ৯ ওভারে শ্রীলঙ্কা ৩৮/২।

• ৭.১ ওভারে শ্রীলঙ্কা ৩২/২।

• ৪.৪ ওভারে শ্রীলঙ্কা ১৭/২।

• দ্বিতীয় উইকেট পেল ভারত। ৪ রান করে রান আউট হলেন বান্দারা।

• প্রথম ওভারের শেষে শ্রীলঙ্কা ৫/১।

• ভারতের হয়ে প্রথম উইকেট তুলে নিল আবেশ খান।

• শুরুতেই বল হাতে সফল ভারত। ৩ বলে ৪ রান করে আউট ফার্নান্দো।

• ব্যাট করতে নামল শ্রীলঙ্কা।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ভারতের রান ৯ উইকেট হারিয়ে ২৬৭। দুই ওপেনার ঋষভ পন্থ ও ইশান কিষান শুরুতেই আউট হয়ে ফিরে গেলে ম্যাচের হাল ধরেন আনমোলপ্রীত সিংহ ও সরফরাজ খান। এই দু’য়ের পাশে যোগ্য সঙ্গত ওয়াশিংটন সুন্দরের। শ্রীলঙ্কার সামনে ২৬৮ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত।

• ৫০ ওভারের শেষে ভারত ২৬৭/৯।

• লোমোর, বথাম ও দাগার পর পর আউট হয়ে ফিরলেন প্যাভেলিয়নে।

• ৯ উইকেট ভারতের।

• পর পর উইকেট হারালেও তৃতীয় উইকেট থেকে দলকে ভরসা দিয়ে গেলেন আনমোল, সরফরাজরা। পৌঁছে গেলেন লড়াই করার মতো জায়গায়।

• ৪৭ ওভারে ভারত ২৪২/৬।

• ষষ্ঠ উইকেট ভারতের। ২০ বলে ২৯ রান করে আউট আরমান জাফর।

• ৪৫ ওভারে ভারত ২১৮/৫।

• ৪৫ বলে ৪৩ রান করে আউট হলেন ওয়াশিংটন সুন্দর।

• পঞ্চম উইকেট ভারতের।

• ৩৭ বলে ৩২ রান করে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। আর এক ব্যাটসম্যান আরমান জাফরের রান ।

• ৪২.৩ ওভারে ভারত ১৯৬/৪।

• ৯২ বলে ৭২ রান করে আউট হলেন আনমোলপ্রীত সিংহ।

• চতুর্থ উইকেট ভারতের।

• ৪০ ওভারে ভারত ১৭৯/৩।

• ৮২ বলে ৬৪ রান করে ব্যাট করছেন আনমোলপ্রীত সিংহ।

• ৩৭ ওভারে ভারত ১৬৩/৩।

• হাফ সেঞ্চুরি আনমোলপ্রীতের। ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর।

• ব্যাটিংয়ে যাঁদের উপর ভরসা রাখতে পারত ভারত তাঁরা সকলেই ইতিমধ্যে ফিরে গিয়েছে‌ন। তাঁদের মধ্যে দলকে সাময়িক ভরসা দিলেও সরফরাজ খানের আউট দলের জন্য বড় ধাক্কা।

• ৩৪ ওভারে ভারত ১৪১/৩।

• ৫৯ রান করে ফার্নান্দোর বলে আশানকে ক্যাচ দিয়ে আউট সরফরাজ।

• হাফ সেঞ্চুরি সরফরাজ খানের।

• ২৯ ওভারে ভারত ১১৭/২।

• ২৭ ওভারে ভারত ১০০/২।

• ২৪ ওভারে ভারত ৮৪/২। রানের গতি চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।

• ২২ ওভারে ভারত ৭৮/২।

• ২০ ওভারে ভারত ৬৮/২।

• আনমোলপ্রীত ও সরফরাজ, দু’জনেই ব্যাট করছে ১৪ রানে।

• ১৭ ওভারের শেষে ভারত ৫৪/২।

• ভারতের সব থেকে ধারাবাহিক ব্যাটসম্যান সরফরাজ খানের হাতেই এখন মান রক্ষার দায়িত্ব।

• ৫০ রান ভারতের। ১৬ ওভারে ৫০/২।

• ৫ রানে আনমোলপ্রীত সিংহ ও ৪ রানে সরফরাজ খান ব্যাট করছেন।

• ১২.২ ওভারে ভারত ৩৬/২।

• ৯.৪ ওভারে ভারত ২৯/২।

• পর পর দু’ওভারে দলের দুই ওপেনারকে হারিয়ে সমস্যায় ভারত।

• এবার মাত্র ৭ রান করে আউট হলেন অধিনায়ক ইশান কিষান। লাহিরু কুমারার বলে ডি সিলভাকে ক্যাচ তুলে দিলেন ইশান।

• আবার আউট।

• ৯ ওভারে ভারত ২৭/১।

• দলের সব থেকে বিশ্বস্ত ব্যাটসম্যান শুরুতেই আউট হয়ে যাওয়ায় বড় ধাক্কা খেল ভারতের ব্যাটিং।

• ঋষভ পন্থ আউট। ফার্নান্দোর বলে ডি সিলভাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন তিনি।

• ৮ ওভারে ভারত ২৩/০।

• ৬ ওভারের শেষে ভারত ২০/০।

• ঋষভ ব্যাট করছেন ৮ রানে ও ইশানের রান ৪।

• ৩.৩ ওভারে ভারত ১৪/০।

• প্রথম ওভারের শেষ ভারত ৭/০।

• দিনের প্রথম বলই ওয়াইড।

• ব্যাট করতে নেমেছেন ভারতের ঋষভ পন্থ ও ইশান কিষান।

• টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা।

• খেলা শুরু।

যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা। লড়াই এখানে সমানে সমানে। এখনও যুব বিশ্বকাপের একটি ম্যাচও হারেনি ভারত। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল, আধিপত্য নিয়েই জিতেছেন ইশান কিষানরা। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, নেপালকে হারিয়ে গ্রুপের শীর্ষেই শেষ করেছিল দল। কোয়ার্টার ফাইনালে নামিবিয়ার মতো কম শক্তিশালী দলকে ১৯৭ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে এবার কঠিন চ্যালেঞ্জের সামনে ভারতের যুব দল। তবে সব চ্যালেঞ্জের জন্য তৈরি টিম দ্রাবির।

আরও খবর

লঙ্কা জয় করেই ফাইনাল দেখছে ভারতের যুব দল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement