Dale Steyn

তাঁর দেখা সেরা ব্যাটসম্যান কারা? স্টেনের তালিকায় দুই ভারতীয়

যাঁদের বিরুদ্ধে বল করেছেন, তাঁদের মধ্যে সেরা ব্যাটসম্যান কে? জানতে চাওয়া হয়েছিল স্টেনের কাছে। উত্তরে তিনি যে পাঁচ ব্যাটসম্যানের নাম করেছেন, তার মধ্যে দু’জন ভারতীয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৫:৫৪
Share:

গত বছর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডেল স্টেন। ছবি টুইটার থেকে নেওয়া।

যাঁদের বল করেছেন, তাঁদের মধ্যে সেরা ব্যাটসম্যানদের বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা পেসার ডেল স্টেন। সেই তালিকায় আছেন দু’জন ভারতীয়— সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়।

Advertisement

টুইটারে প্রশ্নোত্তর পর্বে এক ক্রিকেটপ্রেমী এটাই জানতে চেয়েছিলেন প্রোটিয়া পেসারের কাছ থেকে। জবাবে ডেল স্টেন লেখেন, “পন্টিং ছিল সুপ্রিম, সচিন ছিল দেওয়াল। দ্রাবিড়, গেল, কেপি প্রত্যেকেই ছিল দুর্দান্ত।” রিকি পিন্টিংয়ের নাম প্রথমে লিখেছেন স্টেন। তার পর লিখেছেন সচিনের নাম। রাহুল দ্রাবিড়, ক্রিস গেল, কেভিন পিটারসেনের নাম এসেছে তার পর।

আরও পড়ুন: কোনও ভাবেই আর জাতীয় দলে ফেরা সম্ভব নয় ধোনির, মত গৌতম গম্ভীরের

Advertisement

আরও পড়ুন: নেতৃত্বে সৌরভ, একবিংশ শতকের সেরা ওয়ানডে দলে নেই সহবাগ!

এই প্রশ্নোত্তর সেশনেই কোন বোলারের বোলিং অ্যাকশন নিখুঁত, তা জানতে চাওয়া হয় স্টেনের কাছে। তিনি জবাবে কাগিসো রাবাদার অ্যাকশনকে ‘গতির পক্ষে মসৃণতম ও সহজতম’ বলে চিহ্নিত করেন। ফেভারিট বোলারের তালিকায় অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকেও রেখেছেন স্টেন।

গত বছর লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টেন। কেরিয়ার দীর্ঘ করতে চান বলেই এই সিদ্ধান্ত, বলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে এক দিনের ও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁকে পাওয়া যাবে বলে জানিয়েও দিয়েছেন। ৯৩ টেস্টে তিনি নিয়েছেন ৪৩৯ উইকেট। গড় ২২.৯৫। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনিই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement