আকাশ-শ্রীসন্তের অন্য লড়াই

অকস্মাৎ টুইট যুদ্ধে জড়িয়ে পড়লেন দুই ক্রিকেটার। শান্তাকুমারন শ্রীসন্ত এবং আকাশ চোপড়া! ঘটনার সূত্রপাত এক ক্রিকেট ভক্তের টুইটে। যিনি আকাশের কাছে জানতে চেয়েছিলেন, শ্রীসন্তের ক্রিকেট ভবিষ্যৎ সম্পর্কে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৩
Share:

যুযুধান। আকাশ-শ্রীসন্ত।

অকস্মাৎ টুইট যুদ্ধে জড়িয়ে পড়লেন দুই ক্রিকেটার। শান্তাকুমারন শ্রীসন্ত এবং আকাশ চোপড়া!

Advertisement

ঘটনার সূত্রপাত এক ক্রিকেট ভক্তের টুইটে। যিনি আকাশের কাছে জানতে চেয়েছিলেন, শ্রীসন্তের ক্রিকেট ভবিষ্যৎ সম্পর্কে। যা শুনে বর্তমানে ধারাভাষ্যকার লিখে দেন, ‘নেই’। এর পরেই শ্রীসন্ত পাল্টা টুইট করেন, ‘‘আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবই। বিশ্বাস করতে পারছি না যে তোমার এটা ভাবতে সমস্যা হচ্ছে।’’

যার উত্তরে আকাশের পাল্টা টুইট, ‘‘যদি কোনও ক্রিকেটার ম্যাচ ফিক্সিং বিতর্কে জড়িয়ে পড়ে, তা হলে জাতীয় দলে ফেরার দ্বিতীয় সুযোগ তাকে না দেওয়াই উচিত। কারণ এর সঙ্গে দেশের সম্মান জড়িয়ে।’’

Advertisement

এর পরেই ক্রুদ্ধ শ্রীসন্ত ফের টুইট করেন, ‘‘তুমি এতটা দু’মুখো কী ভাবে হতে পার? তোমার সঙ্গে কথা বলতে লজ্জা করছে।’’ এর কিছু পরেই চোপড়া টুইট করেন, ‘‘মোটেও দু’মুখো নই। ওটা আমার মতামত এবং অবস্থান। আমার নিজের ভাই হলেও একই কথা বলতাম।’’

শ্রীসন্ত এর পরেও না থেমে পাল্টা লেখেন, ‘‘সুযোগ সামনে যতই কম থাক, আমি ফের দেশের হয়ে খেলবই।’’ সঙ্গে আরও লেখেন, ‘‘দেশদ্রোহী নিয়ে যখন মন্তব্য করছই, তখন আশা করব ওদের সম্পর্কেও কিছু বলবে যাদের নাম ওই বন্ধ খামে ছিল।’’ এর পরেই আকাশের পাল্টা টুইট ভেসে ওঠে, ‘‘দেশদ্রোহী শব্দটা আমি লিখিনি।’’ তার পরেই শ্রীসন্ত লেখেন, ‘‘আমি দ্রুত দেশের হয়ে খেলব। আমি দোষী নই। আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছে। তখন তোমার কমেন্ট্রি শোনার অপেক্ষায় রইলাম।’’

চার বছর আগে আইপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত হলেও আদালতের নির্দেশে ছাড়া পান শ্রীসন্ত। কিন্তু মুখবন্ধ খামে ১৩ ক্রিকেটারের নাম বলে ফের নতুন বিতর্ক তৈরি করেছেন কেরলের এই জোরে বোলার। এ বার মুখবন্ধ খামের প্রসঙ্গ তুলে ফের ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তিনি কোনও বিবাদে জড়ান কি না সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement