Aston Villa

রুদ্ধশ্বাস জয়ে পাঁচে উঠে এল টটেনহ্যাম

লিগে যা অবস্থা তাতে চেলসিকে পরের শনিবার হারালে টটেনহ্যামের সামনে টেবলে আরও উপরে ওঠার সুযোগ! মোরিনহোর ক্লাব রবিবারই পাঁচে উঠে এল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৫:১২
Share:

নায়ক: টটেনহ্যামকে জিতিয়ে সন হিউন মিনের উচ্ছ্বাস। রবিবার। রয়টার্স

জোসে মোরিনহো স্পেনের পাট চুকিয়ে ২০০৪ থেকে ইংল্যান্ডের ক্লাব কোচিংয়ে আছেন। বেশির ভাগ মরসুমে ঠাসা ঘরোয়া সূচির সঙ্গে তাঁকে চ্যাম্পিয়ন্স লিগের ঝক্কি সামলাতে হয়েছে। এ বারও হচ্ছে। বুধবারই তাঁর নতুন ক্লাব টটেনহ্যাম খেলবে জার্মানির আর বি লিপজ়িগের বিরুদ্ধে। শীতে সামান্য বিশ্রামের পরে স্পার্সকে খেলতে হচ্ছে সাত দিনে তিন ম্যাচ। পরের শনিবার আবার প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে লড়াই। মোরিনহো রবিবার অ্যাস্টন ভিলা ম্যাচের আগে ঠাসা সূচি নিয়ে ক্ষোভ উগরে দেন। বলেন, তাঁদের অবস্থা বোঝার কেউ নেই!

Advertisement

দেখার ছিল, অ্যাস্টন ভিলাকে হারিয়ে স্পার্স আত্মবিশ্বাস বাড়িয়ে ঘরের মাঠে লিপজ়িগ ম্যাচে নামতে পারে কি না। সেটা অবশ্য পেরেছেন সন হিউন মিনরা। ভিলা পার্কে রুদ্ধশ্বাস লড়াইয়ের পরে তাঁরা জিতেছেন ৩-২ গোলে। ৯ মিনিটে টবি অ্যালডারওইয়েল্ডের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া। ২৭ মিনিটে বেলজিয়াম-তারকারই ১-১ করা। ভিলার অভিজ্ঞ গোলরক্ষক পেপে রেইনার অবিশ্বাস্য ভাবে সনের পেনাল্টি আটকানো। তবে প্রতিহত হয়ে আসা বল থেকেই সনের ২-১ করা। ৫৩ মিনিটে ভিলার বিয়র্ন এঞ্জেলসের গোলে ২-২ হওয়া। এবং শেষে কোরীয় তারকারই সংযুক্ত সময়ে গোল করে ত্রাতার ভূমিকা নেওয়া। সব মিলিয়ে ম্যাচে উপচে পড়েছে নাটকের মশলা।

লিগে যা অবস্থা তাতে চেলসিকে পরের শনিবার হারালে টটেনহ্যামের সামনে টেবলে আরও উপরে ওঠার সুযোগ! মোরিনহোর ক্লাব রবিবারই পাঁচে উঠে এল। হাঁপ ছেড়ে বেঁচে বিশ্বখ্যাত পর্তুগিজ ম্যানেজার বলে গেলেন, ‘‘অন্তত দু’দিনের জন্য একটু শান্তি পাওয়া গেল।’’ যোগ করলেন, ‘‘আমার এক নম্বর লক্ষ্য, লিগে প্রথম চারে থাকা। তাতে পরের বার চ্যাম্পিয়ন্স লিগে খেলাও সহজ হবে। অবশ্য তারও আগে এ বারের লিপজ়িগ ম্যাচ। ওরা আমাদের থেকে অনেক বেশি বিশ্রাম নিয়ে খেলতে পারবে। আর আমার দলের সবাই লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে। জানি না শেষ পর্যন্ত কী হবে!’’ এ দিকে, শনিবার ইপিএলের অন্য ম্যাচে আর্সেনাল ৪-০ গোলে হারাল নিউক্যাসলকে। গোল করলেন পিয়ের-এমরিক আবুমেয়ং, নিকোলাস পেপে, মেসুত ওজ়িল ও আলেকজান্দ্রে লাকাজ়েত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement