ইগা শিয়নটেক। ছবি: এক্স (টুইটার)।
প্রত্যাশা মতোই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন মহিলা সিঙ্গলসে জেসিকা পেগুলা, জেসমিন পাওলিনি, এরিনা সাবালেঙ্কাদের মতো বাছাই খেলোয়াড়েরাও। পুরুষদের সিঙ্গলসে জয় পেয়েছেন ইয়ানিক সিনার, ডানিল মেদভেদেভ, অ্যালেক্স ডি মিনাউর, টমি পলদের মতো বাছাইয়েরা।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে মহিলাদের সিঙ্গলসে প্রত্যাশা মতো এগোচ্ছেন বাছাই খেলোয়াড়েরা। সহজ জয় পেলেন শিয়নটেক। ৬-৪, ৬-২ গেমে হারিয়ে দিলেন ২৫তম বাছাই আনাস্তাসিয়া পাভলিচেঙ্কোভাকে। দ্বিতীয় বাছাই সাবালেঙ্কাকে চতুর্থ রাউন্ডে পৌঁছতে হল লড়াই করে। তিনি ২৯ নম্বর বাছাই একেতেরিনা আলেকজান্দ্রোভাকে হারালেন ২-৬, ৬-১, ৬-২ ব্যবধানে। শুরুটা ভাল করতে না পারলেও দ্বিতীয় সেটে ফর্ম ফিরে পান। পঞ্চম বাছাই পাওলিনি ৬-৩, ৬-৪ ব্যবধানে হারালেন ৩০ নম্বর বাছাই ইউলিয়া পুতিনসেভাকে। ষষ্ঠ বাছাই পেগুলা ৬-৩, ৬-৩ ব্যবধানে সহজ জয় পেলেন স্পেনের জেসিকা মানেইরোর বিরুদ্ধে। তবে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ১৪ নম্বর বাছাই আমেরিকার ম্যাডিসন কিস। তাঁকে ৬-৭ (৫-৭), ৭-৫, ৬-৪ ব্যবধানে হারালেন এলিস মার্টেন্স।
শনিবার অবশ্য পুরুষদের সিঙ্গলসে কোনও অঘটন ঘটেনি। শীর্ষ বাছাই সিনার তৃতীয় রাউন্ডে ৬-১, ৬-৪, ৬-২ ব্যবধানে সহজে হারিয়ে দিলেন অবাছাই ক্রিস্টোফার ও’কনেলকে। পঞ্চম বাছাই মেদভেদেভ ৬-৩, ৬-৪, ৬-৩ ব্যবধানে সহজ জয় পেলেন ৩১তম বাছাই ফ্লাবিয়ো কোবোল্লির বিরুদ্ধে। ১০তম বাছাই মিনাউরকে অবশ্য কিছুটা লড়াই করে জিততে হল। ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-০, ৬-০ ব্যবধানে তিনি হারালেন অবাছাই ড্যান ইভান্সকে। ১৪ নম্বর বাছাই আমেরিকার পল ৩-১ সেটে হারালেন কানাডার গ্যাব্রিয়েল ডিয়াল্লোকে।