এক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য একমাস অনুশীলন করছিলেন হাকুহো। ফাইল ছবি
গত কয়েক মাসে অনেক ক্রীড়াবিদ কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে এবার যার শরীরে করোনা থাবা বসাল তাঁর নাম পড়লে আপনারাও চমকে উঠবেন! জাপানের শীর্ষস্থানে থাকা মস্ত পালোয়ান হাকুহো শো করোনা কোভিডে আক্রান্ত হলেন।
মঙ্গলবার জাপান সুমো অ্যাসোসিয়েশন এই খবরের সত্যতা স্বীকার করেছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে নিউ ইয়ার গ্র্যান্ড প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য গত একমাস যাবৎ অনুশীলন করছিলেন হাকুহো। কিন্তু প্রতিযোগিতা শুরু হওয়ার ৫ দিন আগে কোভিড তাঁর শরীরে থাবা বসাল। ফলে এই প্রতিযোগিতায় তাঁর দাপট দেখানোর কোনও সম্ভাবনাই নেই।
দেশের শীর্ষস্থানীয় পালোয়ান কোভিডে আক্রান্ত হওয়ার পর নড়েচড়ে বসেছে দেশের সুমো অ্যাসোসিয়েশন। হাকুহো শো করোনায় আক্রান্ত হওয়ার পর, তাঁর দলের অন্য পালোয়ানদেরও কোভিড পরীক্ষা করানো হবে। বাকিদের রিপোর্ট পজিটিভ এলে প্রতিযোগিতা বাতিল হতে পারে। এমনটাই জানা গিয়েছে।
গত বছরের মে মাসে কোভিডে আক্রান্ত হয়ে মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারিয়েছিলেন জাপানের আর এক জনপ্রিয় পালোয়ান শোবুশি। সেই ঘটনার পর এবার হাকুহো শোর মত শীর্ষে থাকা পালোয়ান অসুস্থ হয়ে পড়লেন। প্রসঙ্গত মঙ্গলবার পর্যন্ত জাপানে প্রায় আড়াই লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩,৬৯৩ মানুষের মৃত্যু ঘটেছে।
আরও খবর: ধোনিকন্যা জিভাও এবার বিজ্ঞাপনে, বাবা-মেয়ের খুনসুটিতে মাতল নেট দুনিয়া
আরও খবর: কোহালিরা সব নিয়ম মেনেছিল, জানালেন সেই দোকানের মালিক