টনি ওয়ার্নার। ছবি: সংগৃহীত।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে ভারতীয় ফুটবলের অন্যতম গ্ল্যামারাস টুর্নামেন্ট আইএসএল। ইতিমধ্যেই আইএসএলের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে বিভিন্ন ফ্যাঞ্চাইজি। বেশ কিছু দল শুরু করে দিয়েছে তাদের প্রি সিজন ট্রেনিংও।
এ বার আইএসএলের জন্য গোলরক্ষক কোচ বেছে নিল চেন্নাইয়ান এফসি। ৪৩ বছর বয়সি টনি ওয়ার্নারকে গোল রক্ষক কোচ হিসেবে সই করাল অভিষেক বচ্চনের দল। ইতিমধ্যেই হেড কোচ জন গ্রেগরির কোচিং স্টাফের সঙ্গে যোগ দিয়েছেন টনি ওয়ার্নার।
আরও পড়ুন: ভেটকির ভেল্কিতে কাত স্যাঞ্চোরা
আরও পড়ুন: সৌদিতে যাচ্ছেন মাতোসই
কোচিংয়ের পাশাপাশি খেলোয়াড় জীবনেও বহু সাফল্য পেয়েছেন টনি। খেলেছেন লিভারপুল, কার্ডিফ সিটি, ফুলহাম, হাল সিটি, লেস্টার সিটির মত ক্লাবেও। কেরিয়ারের বেশি সাফল্য ওয়ার্নার পেয়েছেন মিলওয়ালের হয়ে। ২০০৪-এ এফএ কাপ ফাইনালেও মিলওয়ালের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন টনি।
আসন্ন আইএসএলে ওয়ার্নারের সংযুক্তি চেন্নাইয়ান এফসির গোলদুর্গকে আরও দৃঢ় করে তুলবে, সেই বিষয় হয়ত আর কোনও সংশয় রইল না।