Cricket

টি টোয়েন্টিতে বিশ্বসেরা দুই ওপেনার কারা? মুডি বললেন…

সেরা দুই ওপেনার কারা? এক পাক সাংবাদিক প্রশ্ন করেছিলেন মুডিকে। প্রাক্তন অজি তারকা বেছে নিলেন তাঁর পছন্দের দুই ওপেনারকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২০ ১৮:৪৪
Share:

দুই বিশ্বসেরা ওপেনার বেছে নিলেন মুডি। —ফাইল চিত্র।

টি টোয়েন্টি ফরম্যাটে কোন দুই তারকা ব্যাটসম্যান বিপজ্জনক? পাকিস্তানের এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নই ছুড়ে দিয়েছিলেন টম মুডিকে।

Advertisement

প্রাক্তন অজি তারকা আবার আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের কোচ। সেই মুডি পাক সংবাদিকের প্রশ্ন শুনে দুই তারকা ক্রিকেটারের নাম নেন।

সেই দুই তারকা কারা? মুডির পছন্দ ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মা। তিনি বলেন, ‘‘খুবই কঠিন সিদ্ধান্ত। তবে আমার ব্যক্তিগত পছন্দ ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মা।’’

Advertisement

আরও পড়ুন: পাকিস্তানের সংখ্যালঘুদের পাশে থাকুন, যুবি-ভাজ্জিকে আবেদন কানেরিয়ার​

ওয়ার্নার ও রোহিত যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, মারমুখী ব্যাটিং করে ম্যাচ ছিনিয়ে নিতে দক্ষ দুই তারকা। সেই কারণেই মুডি রোহিত ও ওয়ার্নারকে তাঁর পছন্দের দুই ওপেনার বেছে নিয়েছেন টি টোয়েন্টি ফরম্যাটে।

এই দুই তারকা ক্রিকেটারের পাশাপাশি প্রাক্তন অজি তারকা ভারতের প্রতিশ্রুতিমান ক্রিকেটার শুবমান গিলের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘‘ভারতে অনেক প্রতিভা রয়েছে। তবে শুবমান গিল সবার থেকে আলাদা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement