Tokyo Paralympics 2020

Tokyo Paralympics: জন্ম থেকে ডান হাত তুলতে অক্ষম মনীশ বাঁ হাতে দেশকে সোনা দিলেন প্যারালিম্পিক্সে

শ্যুটিংয়ে পদক আনলেন মনীশ নারওয়াল। ৫০ মিটার পিস্তলে সোনা জিতলেন তিনি। সেই বিভাগেই রুপো জিতলেন ভারতের সিংহরাজ আদানা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ০৯:২৮
Share:

পদক আনলেন মনীশ নারওয়াল। ছবি: টুইটার থেকে

কোনও বাধাই যে বাধা তা প্রমাণ করে দিলেন মনীশ নারওয়াল। জন্ম থেকে ডান হাত প্রায় অকেজো। শনিবার বাঁ হাতেই ৫০ মিটার পিস্তল ইভেন্টে দেশকে সোনা এনে দিলেন মনীশ। সেই ইভেন্টেই রুপো জিতলেন ভারতের সিংহরাজ আদানা।

Advertisement

১৯ বছরের মনীশ প্যারালিম্পিক্সে রেকর্ড গড়ে সোনা জিতলেন। শনিবার তাঁর স্কোর ২১৮.২। রুপো জয়ী সিংহরাজের স্কোর ২১৬.৭। ব্রোঞ্জ জিতেছেন রাশিয়ার সের্জি মালিশেভ।

শুরুটা ভাল করেছিলেন সিংহরাজ। প্রথম ১০টি শটের পর ৯২.১ পয়েন্ট স্কোর করে শীর্ষে ছিলেন তিনিই। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে থাকা মনীশের স্কোর ছিল ৮৭.২ পয়েন্ট। ১৮ নম্বর শটের শেষে চার নম্বরে ছিলেন মনীশ। পরের দুই শটে তিনি স্কোর করেন যথাক্রমে ১০.৮ এবং ১০.৫। সিংহরাজকে টপকে সোনা নিশ্চিত করেন তিনি।

Advertisement
আরও পড়ুন:

টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা এই মুহূর্তে ১৫। বেশ কিছু পদক ইতিমধ্যেই নিশ্চিত হয়ে রয়েছে। এ বারের গেমসে ভারতের সাফল্য আরও বাড়তে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement