Tokyo Paralympics 2020

Tokyo Paralympics: মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা প্যারালিম্পিক্সে সোনা, রুপোজয়ী অবনী, দেবেন্দ্রকে

একের পর এক পদক জয়। সোমবার ইতিমধ্যেই চারটি পদক পেয়েছে ভারত। মোট ছ’টি পদক নিশ্চিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২১ ১৩:০১
Share:

শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

টোকিয়ো প্যারালিম্পিক্সে ভারতের সাফল্যের দিন। একের পর এক পদক জয়। সোমবার ইতিমধ্যেই চারটি পদক পেয়েছে ভারত। মোট ছ’টি পদক নিশ্চিত। একটি পদকের ফলাফল ফের পর্যালোচনা করা হবে। পদকজয়ী অবনী লেখারাদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জেতেন ১৯ বছরের অবনী। তাঁকে শুভেচ্ছা জানিয়ে মমতা লেখেন, ‘টোকিয়ো প্যারালিম্পিক্সে সোনা জয়ের শুভেচ্ছা অবনী লেখারা। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে এটা একটা মাইলফলক। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল।’

Advertisement

ডিসকাস থ্রোয়ে রুপো জিতেছেন যোগেশ কাঠুনিয়া। ৪৪.৩৮ মিটার ছুড়ে রুপো জেতেন তিনি। মমতা টুইট করে লেখেন, ‘রুপো জয়ের শুভেচ্ছা যোগেশ কাঠুনিয়া। গোটা দেশ তোমার জন্য গর্বিত। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।’

Advertisement
আরও পড়ুন:

প্যারালিম্পিক্সে তৃতীয় পদক জেতেন দেবেন্দ্র ঝাঝারিয়া। সোমবার জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতলেন গত বারের সোনাজয়ী। মমতা টুইট করে লেখেন, ‘দুর্দান্ত পারফরম্যান্স দেবেন্দ্র। টোকিয়ো প্যারালিম্পিক্সে রুপো জয়ের অনেক শুভেচ্ছা। তোমার সাফল্যে গর্বিত গোটা দেশ।’

আরও পড়ুন:

দেবেন্দ্রর ইভেন্টেই ব্রোঞ্জ জেতেন ভারতের সুন্দর সিংহ গুরজার। তাঁর উদ্দেশে টুইট করে মমতা লেখেন, ‘ভারতের জন্য গর্বের দিন। ব্রোঞ্জ জয়ের জন্য শুভেচ্ছা জানাই সুন্দরকে। ওঁর জয়ে সবাই গর্বিত। আগামীদিনের জন্য শুভেচ্ছা।’

সোমবার চারটি পদক জয় ভারতের। পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গোটা দেশ তাঁদের জন্য গর্বিত। শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement