badminton

Tokyo Olympics: টোকিয়ো অলিম্পিক্সে শুরুতে সহজ গ্রুপ পেলেও কঠিন লড়াই সিন্ধুর সামনে

গ্রুপ পর্ব টপকে প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধুর দেখা হতে পারে বিশ্বের ১২ নম্বর মিয়া ব্লিচফেল্ডথের সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ০৯:১৫
Share:

গ্রুপ ‘জে’-তে রয়েছেন সিন্ধু। —ফাইল চিত্র

রিও অলিম্পিক্সে রুপোজয়ী পি ভি সিন্ধুর এ বারের ষষ্ঠ বাছাই। তবে এ বারের পথ খুব মসৃণ নয়। শুরুতে সহজ গ্রুপে থাকলেও কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে বিশ্বের পাঁচ নম্বর ব্যাডমিন্টন তারকা জাপানের আকানে ইয়ামাগুচির সঙ্গে।

Advertisement

অলিম্পিক্সে গ্রুপ ‘জে’-তে রয়েছেন সিন্ধু। তাঁর গ্রুপে আছেন হংকং-য়ের চিয়াং গাঁন ই এবং ইজরায়েলের সেনিয়া পলিকারপোভা। চিয়াং ক্রমতালিকায় ৩৪ নম্বরে এবং সেনিয়া ৫৮ নম্বরে।

গ্রুপ পর্ব টপকে প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধুর দেখা হতে পারে বিশ্বের ১২ নম্বর মিয়া ব্লিচফেল্ডের সঙ্গে। ডেনমার্কের এই ব্যাডমিন্টন খেলোয়াড় রয়েছেন গ্রুপ ‘আই’-তে। তাঁকে হারালেই নামতে পারে ইয়ামাগুচির বিরুদ্ধে।

Advertisement

রিও অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধু এ বারের ষষ্ঠ বাছাই। —ফাইল চিত্র

শেষ বার তাঁদের দেখা হয়েছিল অল ইংল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে। সে বার জিতেছিলেন সিন্ধুই। মোট ১৮ বার কোর্টে মুখোমুখি হয়েছেন ইয়ামাগুচি এবং সিন্ধু। ১১-৭ ফলে এগিয়ে আছেন ভারতীয় তারকাই। তবু অলিম্পিক্সের মঞ্চে, ঘরের মাঠে ইয়ামাগুচি ভয়ঙ্কর হয়ে উঠতেই পারেন।

ছেলেদের ব্যাডমিন্টনে সাই প্রণীতও কিছুটা সহজ গ্রুপই পেয়েছেন। গ্রুপ ‘ডি’-তে রয়েছেন তিনি। ১৩ নম্বর প্রনীতের লড়াই ২৯ নম্বর মার্ক কালিউ এবং ৪৭ নম্বর মিশা জিলবারম্যানের বিরুদ্ধে। প্রি কোয়ার্টার ফাইনালে তাঁর বিরুদ্ধে দেখা যেতে পারে অঙ্গুস কা লংকে।

তবে বেশ কঠিন লড়াই ছেলেদের ডাবলস জুটি সত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির সামনে। গ্রুপ ‘এ’-তে রয়েছেন তাঁরা। গ্রুপ পর্বেই তাঁদের লড়াই শীর্ষবাছাই ইন্দোনেশিয়ার জুটি কেভিন সাঞ্জয়া সুকামুলজো এবং মার্কাস ফারনাল্ডি গিডেওনের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement