অপেক্ষা: রানিরাও কি হকিতে ব্রোঞ্জ জিততে পারবেন? ফাইল চিত্র
টোকিয়োয় পুনর্জন্ম ঘটল ভারতীয় হকির। ছেলেরা ইতিমধ্যেই ৪১ বছর পরে অলিম্পিক্স থেকে পদক জিতেছেন। এ বার পরীক্ষা রানি রামপালদের। দেখার, তাঁরা শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতে ফিরতে পারেন কি না।
অস্ট্রেলিয়াকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে ওঠার পরে মেয়েদের হকি দলের কোচ সোর্দ মারিন বলেছিলেন, এ যেন বাস্তবের চক দে ইন্ডিয়া। যে ছবিতে হকি কোচ কবীর খানের ভূমিকায় অভিনয় করা শাহরুখ খান টুইট করেছিলেন, ‘‘সোনা নিয়ে দেশে ফিরতে হবে কোচ।’’ রানিরা হয়তো সোনা জিততে পারলেন না, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয় জিতে নিয়েছেন। আজ, শুক্রবার গ্রেট ব্রিটেনকে হারাতে পারলে প্রথম বার অলিম্পিক্স থেকে পদক নিয়ে ফিরতে পারবে ভারতীয় মহিলা হকি দল। আর রানিদের উৎসাহ দিতে গ্যালারিতে থাকবেন ভারতের পুরুষ হকি খেলোয়াড়রা।
ভারতীয় পুরুষ দলের সহ-অধিনায়ক হরমনপ্রীত সিংহ এ দিন টোকিয়ো থেকে ভিডিয়ো কলে সাংবাদিকদের বলেন, ‘‘আশা করছি, মেয়েরাও কাল দারুণ কিছু করে দেখাবে। ওরা খুবই ভাল খেলছে। আমরা অবশ্যই গ্যালারিতে থাকব ওদের উৎসাহ দিতে।’’
বৃহস্পতিবার জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জেতার পরে গেমস ভিলেজে ফিরে অভিভূত হয়ে পড়েন মনপ্রীত-হরমনপ্রীতরা। গেমস ভিলেজের সবাই এগিয়ে এসে অভিনন্দন জানিয়ে যান তাঁদের। সবার আগে এগিয়ে এসেছিলেন রানিরা। যাঁদের উৎসাহ দিতে শুক্রবার মাঠে যাবেন হরমনরা।
সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পরেও কিন্তু ভেঙে পড়েননি রানিরা। বরং পাখির চোখ করেছেন ব্রোঞ্জ পদককে। সেমিফাইনালের পরে মহিলা হকি দলের অধিনায়ক রানি বলেছিলেন, ‘‘আর্জেন্টিনার সঙ্গে আমরা যথেষ্ট লড়াই করেছি। কিন্তু সব সুযোগ কাজে লাগাতে পারিনি। এ বার লক্ষ্য ব্রোঞ্জ জিতে ফেরা।’’
রানিদের সামনে অবশ্য লড়াইটা সহজ হবে না। ব্রিটেন আবার গত বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন দল। টোকিয়োয় গ্রুপ পর্যায়ের খেলাতেও ভারতকে হারিয়ে দিয়েছিল ব্রিটেন। রানি অবশ্য আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, ‘‘যে ভাবে মেয়েরা আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছে, তাতে আমি গর্ব বোধ করছি। সামনে এখনও পদক জেতার সুযোগ আছে। সেটা কাজে লাগাতে ঝাঁপাব।’’