Tokyo Olympics

মহিলাদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য, পদত্যাগ অলিম্পিক্স প্রধানের

শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

টোকিয়ো শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ২১:০২
Share:

পদত্যাগের কথা ঘোষণা করছেন মোরি। ছবি রয়টার্স

টোকিয়ো অলিম্পিক্সের আগে আবার বিতর্ক। মহিলাদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করার দায়ে প্রতিযোগিতার প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন ইয়োশিরো মোরি। শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Advertisement

কিছুদিন আগেই একটি বৈঠকে মোরি মন্তব্য করেছিলেন যে মহিলারা বেশি কথা বলেছেন এবং তাঁরা শত্রুমনোভাবাপন্ন। এই মন্তব্যের পর গোটা বিশ্বজুড়েই হইচই শুরু হয়। তাঁর মন্তব্য ঘিরে ওঠে সমালোচনার ঝড়। চাপের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন মোরি। জানিয়ে দেন, পদত্যাগ করবেন। পাশাপাশি এ-ও জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, নতুন প্রধান বেছে নেওয়ার সময় স্বচ্ছ্বতা অবলম্বন করা হবে। তবে এটাও স্পষ্ট করে দিয়েছেন, মোরির পদত্যাগের কোনও প্রভাব অলিম্পিক্সে পড়বে না। যে ভাবে আপৎকালীন পরিস্থিতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সব সে ভাবেই এগোবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement