2020 Tokyo Olympics

Tokyo Olympics: টোকিয়ো অলিম্পিক্সের তালিকায় ফেডেরার, জোকোভিচ, মারের নাম

জোকোভিচ বা ফেডেরার, দু’জনের কেউই সরকারি ভাবে এখনও খেলার কথা ঘোষণা করেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ২২:২৬
Share:

ফেডেরার এবং জোকোভিচ ফাইল ছবি

টোকিয়ো অলিম্পিক্সের খেলোয়াড়দের তালিকায় রাখা হল নোভাক জোকোভিচ এবং রজার ফেডেরারকে। বৃহস্পতিবার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতেই এই দু’জনের নাম দেখা গিয়েছে।

Advertisement

মহিলাদের বিভাগে নাম রয়েছে বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশলে বার্টি এবং জাপানের নেয়োমি ওসাকার। টেনিসে গত বারের সোনাজয়ী মনিকা পুইগ নাম তুলে নেওয়ায় নতুন কারওর কাছে সোনার পদক পাওয়ার সুযোগ রয়েছে।

জোকোভিচ বা ফেডেরার, দু’জনের কেউই সরকারি ভাবে এখনও খেলার কথা ঘোষণা করেননি। তবে ফেডেরার কিছুদিন আগে বলেছিলেন, উইম্বলডনের পর তাঁর শারীরিক অবস্থা কেমন থাকে, সেটা বিচার করে তবেই সিদ্ধান্ত নেবেন।

Advertisement

অলিম্পিক্সে অংশ নেবেন অ্যান্ডি মারেও। তাঁর সামনে সুযোগ রয়েছে টানা তিনটি অলিম্পিক্সে সোনা জয়ের। তবে চোট-আঘাতে সাম্প্রতিককালে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।

জোকোভিচের অলিম্পিক্সে সাফল্য সে ভাবে নেই। ২০০৮-এ তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। অলিম্পিক্সে সোনাজয় নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কীর্তি হয়ে থাকতে পারে।

আরিয়াকে টেনিস পার্কে ২৪ জুলাই থেকে শুরু হবে টেনিসের প্রতিযোগিতা। মোট ৪৬টি দেশ অংশগ্রহণ করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement