Sania Mirza

Sania Mirza: উইম্বলডনে ফিরে প্রথম ম্যাচেই জিতলেন সানিয়া মির্জা

ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে চারটি অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন সানিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ২০:২১
Share:

সানিয়া এবং বেথানি। ছবি রয়টার্স

উইম্বলডনে ফিরেই জয়ের মুখ দেখলেন সানিয়া মির্জা। বৃহস্পতিবার সঙ্গী বেথানি মাটেক স্যান্ডসকে নিয়ে জিতলেন মহিলা ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচ।

Advertisement

বৃহস্পতিবার সানিয়া-বেথানি জুটি ৭-৫, ৬-৩ গেমে হারান অ্যালেক্সা গুয়ারাচি এবং ডেসারে ক্রচিক জুটিকে। ম্যাচ চলেছে এক ঘন্টা ২৮ মিনিট।

আগামী মাসেই টোকিয়ো অলিম্পিক্সে নামতে চলেছেন সানিয়া। সেখানে তাঁর সঙ্গী অঙ্কিতা রায়না। ফলে উইম্বলডন সানিয়ার কাছে গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে চলেছে। অঙ্কিতা নিজেও মহিলা ডাবলসে খেলছেন লরেন ডেভিসকে সঙ্গে নিয়ে।

Advertisement

সন্তানের জন্মের পর এ বছর জানুয়ারিতে হোবার্ট আন্তর্জাতিক প্রতিযোগিতায় জিতেছিলেন সানিয়া। তার আগে দীর্ঘদিন তিনি কোর্টের বাইরে ছিলেন। উইম্বলডনে নিজস্ব ছন্দে পাওয়া গিয়েছে ভারতের মহিলা টেনিসের অন্যতম সেরা খেলোয়াড়কে।

ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে চারটি অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন সানিয়া। ২৩ জুলাই থেকে শুরু টোকিয়ো অলিম্পিক্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement