Tokyo Olympics

করোনার জন্য বদলে যাচ্ছে অলিম্পিক্সের খোলনলচে, ৭ দফা ফতোয়া জারি কর্তৃপক্ষের

করোনামুক্ত অলিম্পিক্স আয়োজন করার জন্য সমস্ত রকম চেষ্টা করা হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৮:১৫
Share:

দর্শক থাকবে কি না তা জুন মাসে সিদ্ধান্ত নিতে পারে অলিম্পিক্স কমিটি। ছবি: রয়টার্স

অলিম্পিক্স শুরু হতে আর ৩ মাসও বাকি নেই। করোনা মুক্ত রাখতে বেশ কিছু নতুন নিয়ম নিয়ে এসেছে গেমস কমিটি এবং সেই নিয়মে সায় দিয়েছে জাপান সরকার।

Advertisement

করোনামুক্ত অলিম্পিক্স আয়োজন করার জন্য সমস্ত রকম চেষ্টা করা হবে। খেলোয়াড় এবং জাপানের যে সাধারণ মানুষ গেমসের সঙ্গে যুক্ত থাকবেন তাঁদের সকলকে করোনামুক্ত রাখার চেষ্টা করা হবে।

নতুন যে নিয়ম আনা হল:

Advertisement

১. জাপানে আসার বিমান ধরার আগে সমস্ত প্রতিযোগীকে দু’বার করোনা পরীক্ষা করাতে হবে।

২. গেমস চলাকালীন সব প্রতিযোগী এবং তাঁদের সঙ্গে যাঁরা রয়েছেন প্রত্যেকের রোজ করোনা পরীক্ষা করা হবে।

৩. গেমসে যোগ দিতে আসা সকলের প্রথম ৩ দিন করোনা পরীক্ষা করা হবে। তারপর প্রতিযোগীদের সঙ্গে কতটা যোগাযোগ হচ্ছে তার ওপর নির্ভর করে করোনা পরীক্ষা করা হবে।

৪. যে প্রতিযোগীরা জাপানে ১৪ দিনের বেশি রয়েছেন তাঁদের থেকে নতুন আসা প্রতিযোগীদের অন্তত ১ মিটার দূরত্ব রেখে চলতে হবে।

৫. গেমসের নিজস্ব গাড়ি ব্যবহার করতে হবে। জাপানের সাধারণ যানবাহন ব্যবহার করা যাবে না।

৬. গেমসের ভিতরে যে খাবার দেওয়া হবে, শুধু সেই খাবারই খেতে পারবেন প্রতিযোগীরা।

৭. মাস্ক পরা, স্বচ্ছতা বজায় রাখা এবং দূরত্ববিধি মেনে চলা, এই ধরনের নিয়ম তো রয়েছেই।

এই সব নিয়ম ছাড়াও আরও কিছু নিয়ম জুন মাসে জানাতে পারে অলিম্পিক্স কমিটি। সেই সময় দর্শক নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement