বিরাট কোহলী। ফাইল ছবি
টোকিয়োর অলিম্পিক্স স্টেডিয়ামে নীরজ চোপড়া যখন নেমেছিলেন, তখন বহু দূরে ট্রেন্ট ব্রিজে খেলছিল ভারতীয় ক্রিকেট দল। ধারাভাষ্যকাররা টিভিতে চোখ রাখার সুযোগ পেলেও বিরাট কোহলীদের সামনে সেই সুযোগ ছিল না। শনিবারের খেলার পর সাংবাদিক বৈঠকে এসে যশপ্রীত বুমরা জানালেন, মধ্যাহ্নভোজের বিরতিতে তাঁরা নীরজের সোনার ব্যাপারে জানতে পারেন।
বুমরা বলেছেন, “আমরা মাঠে ছিলাম। লাঞ্চের সময় যখন ড্রেসিংরুমে যাই, তখনই নীরজের সোনার কথা জানতে পারি। ওকে অনেক অভিনন্দন।”
বুমরার সংযোজন, “অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করা এবং নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারাই অনেক বড় ব্যাপার। সেখানে ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জেতা বিরাট বড় ব্যাপার। আমরা প্রত্যেকে ওর জন্য খুশি।”
অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন নীরজ। অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতেছেন। এ বার মোট সাতটি পদক জিতেছে ভারত, যা অলিম্পিক্সে তাদের সেরা প্রদর্শন।