Tokyo Olympic 2020

Tokyo Olympics: বিশ্ব মঞ্চে এর আগে এত দূর আসেনি ভারতের মহিলা হকি দল

বিশ্ব মঞ্চে এটাই ভারতের মহিলা হকি দলের প্রথম বড় সাফল্য। এর আগে কমনওয়েলথ গেমসে ১টি করে সোনা ও রুপো, হকি সিরিজ ফাইনালসে ১টি সোনা রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১০:১২
Share:

মনপ্রীত সিংহদের পথে রানি রামপালরা। ভারতের পুরষ হকি দলের পর মহিলা দলও অলিম্পিক্সের সেমিফাইনালে উঠল।

Advertisement

বিশ্ব মঞ্চে এটাই ভারতের মহিলা হকি দলের প্রথম বড় সাফল্য। এর আগে সাফল্য বলতে কমনওয়েলথ গেমসে ২০০২ সালে সোনা, ২০০৬ সালে রুপো, ২০১৮-১৯ সালে হকি সিরিজ ফাইনালসে সোনা এবং ২০০২ সালে চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ কাপে ব্রোঞ্জ জয়।

এর বাইরে ভারতের মহিলা হকি দলের যাবতীয় সাফল্য এশিয়া স্তরেই সীমাবদ্ধ।

Advertisement

এশিয়ান গেমসে ভারতের মহিলা হকি দল ১৯৮২ সালে সোনা, ১৯৯৮ ও ২০১৮ সালে রুপো, ১৯৮৬, ২০০৬ ও ২০১৪ সালে ব্রোঞ্জ পেয়েছিল।

এশিয়া কাপে ভারতের মহিলা হকি দল ২০০৪, ২০১৭ সালে চ্যাম্পিয়ন, ১৯৯৯, ২০০৯ সালে রানার্স আপ এবং ১৯৯৩ ও ২০১৩ সালে তৃতীয় হয়েছিল।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এক বার সোনা (২০১৬ সাল), দু’বার রুপো (২০১৩, ২০১৮), এক বার ব্রোঞ্জ (২০১০) জিতেছিল।

এ ছাড়া ২০১৬ সালে সাফ গেমসে এবং ২০০৩ সালে হায়দরাবাদে অ্যাফ্রো-এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এশীয় স্তরের বাইরে বিশ্বকাপে সাফল্য বলতে ১৯৭৪ সালে চতুর্থ হওয়া। অলিম্পিক্সে এর আগে মাত্র দু’ বার অংশ নিয়েছিল ভারতের মহিলা হকি দল। ১৯৮০ সালে চতুর্থ হয়েছিল। ২০১৬ সালে দ্বাদশ স্থানে শেষ করেছিল তারা। ওয়ার্ল্ড লিগে ভারতের সেরা ফল ২০১৪-১৫ সালে দশম হওয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement