PV Sindhu

Tokyo Olympics: প্রধানমন্ত্রী-সিন্ধুর আইসক্রিম সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন বাবা পিভি রামানা

প্রধানমন্ত্রী সিন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, অলিম্পিক্সের প্রস্তুতি সারার জন্য কোন প্রিয় খাবার তিনি ছাড়বেন। সিন্ধু বলেছিলেন, ‘‘আইসক্রিম’’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ০৭:৫৬
Share:

সিন্ধুর সঙ্গে মোদী। ফাইল চিত্র।

মেয়ের দেশে ফেরার অপেক্ষায় তো আছেনই, সেই সঙ্গে পিভি সিন্ধুর বাবা অধীর আগ্রহে বসে আছেন, কবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মেয়ে আইসক্রিম খাবেন।

Advertisement

টোকিয়ো যাওয়ার আগে প্রধানমন্ত্রী ভারতের সব প্রতিযোগীর সঙ্গে কথা বলেছিলেন। সেখানেই সিন্ধুকে শুভেচ্ছা জানিয়ে তিনি জিজ্ঞেস করেছিলেন, অলিম্পিক্সের প্রস্তুতি সারার জন্য সিন্ধুকে যদি কোনও প্রিয় খাবার ছেড়ে দিতে হয়, তাহলে কোনটা ছাড়বেন। জবাবে সিন্ধু বলেছিলেন, ‘‘আইসক্রিম’’। এরপর মোদী তাঁকে বলেছিলেন, যদি সিন্ধু পদক জিতে দেশে ফিরতে পারেন, তাহলে তাঁরা একসঙ্গে আইসক্রিম খাবেন।

সিন্ধু অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন। এখন তাঁর বাবা পিভি রামানা সেই দিনটির জন্য অপেক্ষা করছেন। মেয়ের ব্রোঞ্জ জেতার পর রামানা বলেন, ‘‘প্রধানমন্ত্রী ওকে খুব উৎসাহ দিয়েছিলেন। এখন দেশে ফিরে সিন্ধু অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে আইসক্রিম খাবে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুটো অলিম্পিক্স জেতায় আমি খুশি। ও দেশের নাম উজ্জ্বল করেছে।’’

Advertisement

সিন্ধুর ব্রোঞ্জ জেতার পর মোদীও টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লেখেন, ‘পিভি সিন্ধুর অনবদ্য পারফরম্যান্সে আমরা সবাই উল্লসিত। অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার জন্য ওকে অভিনন্দন। ও ভারতের গর্ব। আমাদের অন্যতম সেরা অলিম্পিয়ান।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement