এ বারের অলিম্পিক্সে সাতটি পদক হয়ে গেল ভারতের। এটিই অলিম্পিক্সে ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স। এতদিন রেকর্ড ছিল ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ছয়টি পদক।
অলিম্পিক্সে সোনা জিতলেন নীরজ চোপড়া। দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্সে সোনা জয়ের নজির গড়লেন তিনি। অ্যাথলেটিক্সে তিনিই প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের রেকর্ড গড়লেন।
এ বার ভারতকে প্রথম পদক এনে দেন মীরাবাই চানু। ২৪ জুলাই ভারোত্তোলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন তিনি।
পরের পদকটি জেতার জন্য ভারতকে অপেক্ষা করতে এক সপ্তাহ। ১ অগস্ট ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জেতেন পিভি সিন্ধু।
এরপর পদক আসে বক্সিংয়ে। ৪ অগস্ট মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ জেতেন লভলিনা বড়গোহাঁই।
পরের দিন ৫ অগস্ট ভারত জোড়া পদক জেতে। কুস্তি এবং হকিতে পদক পায় ভারত।
কুস্তিতে ভারতকে প্রথম পদক এনে দেন রবি কুমার দাহিয়া। তিনি ৫৭ কেজি ফ্রিস্টাইলে রুপো জেতেন।
একই দিনে পুরুষদের হকিতে ব্রোঞ্জ পায় ভারত। ৪১ বছর পরে অলিম্পিক্সে হকিতে পদক জেতে ভারত।
৭ অগস্ট ফের জোড়া পদক জেতে ভারত। খুব অল্প সময়ের ব্যবধানে। প্রথমে কুস্তিতে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন বজরং পুনিয়া।
তার কিছুক্ষণের মধ্যেই সোনার স্বপ্নপূরণ হয় ভারতের। নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে অধরা সোনা এনে দেন ভারতকে। জ্যাভলিনে সোনা জেতেন তিনি।