Tokyo Olympics

Tokyo Olympics: অলিম্পিক্স ফাইনালে সৌরভ চৌধরি, ১০ মিটার এয়ার পিস্তলে যোগ্যতা অর্জন পর্বে প্রথম

১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন তিনি। শুধু তাই যোগ্যতা অর্জন পর্বে প্রথম হলেন সৌরভ। তবে পারলেন না আরেক অভিষেক বর্মা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ১০:৫৮
Share:

শুটার সৌরভ চৌধরি। ছবি: টুইটার থেকে

অলিম্পিক্সে পদকের আশা বাড়ালেন শুটার সৌরভ চৌধরি। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন তিনি। শুধু তাই নয় যোগ্যতা অর্জন পর্বে প্রথম হলেন সৌরভ। তবে ফাইনালে উঠতে পারলেন না আর এক ভারতীয় শুটার অভিষেক বর্মা।

Advertisement

যোগ্যতা অর্জন পর্বে ৫৮৬ পয়েন্ট নিয়ে প্রথম হলেন সৌরভ। পদকের আশা বাড়ছে বিশ্বের দুই নম্বর শুটারকে ঘিরে। শুরুতে পর পর পাঁচ বার ১০ পয়েন্ট স্কোর করেন তিনি। সৌরভ পারলেও যোগ্যতা অর্জন করতে পারলেন না অভিষেক। ১৭ নম্বর স্থানে শেষ করেন তিনি। আট জন শুটারকে নিয়ে ফাইনাল হবে শনিবারেই।

মেয়েদের বিভাগে হতাশ করলেন অপূর্বী এবং এলাভেনিল। অপূর্বী শেষ করেন ৩৬তম স্থানে। এলাভেনিল শেষ করেন ১৬ নম্বরে। দু’জনের কেউই ফাইনালে পৌঁছতে পারলেন না। বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে থাকা এলাভেনিলের থেকে পদকের আশা ছিল ভারতের। কিন্তু ফাইনালেই উঠতে পারলেন না তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement