B Sai Praneeth

Tokyo Olympics: তিন ম্যাচের দু'টিতে হেরে বিদায় নিলেন ভারতের শাটলার সাই প্রণীত

খেলার ফল ২১-১৪, ২১-১৪। প্রথম দিকে এগিয়ে থাকলেও প্রথম সেট জিততে পারেননি প্রণীত। এর পর হারতে হয় দ্বিতীয় সেটেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ১৯:০৯
Share:

সাই প্রণীত টুইটার

তিন সেটের লড়াইয়ে প্রথম দু'টি সেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় সাই প্রণীত। নেদারল্যান্ডসের মার্ক ক্যালজউয়ের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারতে হল ভারতের শাটলারকে।

Advertisement

খেলার ফল ২১-১৪, ২১-১৪। প্রথম দিকে এগিয়ে থাকলেও প্রথম সেট জিততে পারেননি প্রণীত। এরপর হারতে হয় দ্বিতীয় সেটেও। গোটা ম্যাচেই তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। তবে তাঁর বিরক্তির কারণ নিয়ে এখনও মুখ খোলেননি কেউই।

গ্রুপের তিনটি ম্যাচের দু'টিতেই হেরে গেলেন প্রণীত। ফলে গ্রুপে একদম শেষে রইলেন তিনি। দু'টি ম্যাচেই তাঁর তুলনায় র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা খেলোয়াড়দের বিরুদ্ধে হেরে গিয়ে অলিম্পিক থেকে বিদায় নিতে হল প্রণীতকে।

Advertisement

সাই প্রণীত ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement