Sachin Tendulkar

Tokyo Olympics: কুস্তিতে সোনার লড়াইয়ে থাকা রবি কুমারের প্রশংসায় সচিন, সহবাগ

প্রথম দিকে পিছিয়ে থাকলেও ম্যাচে ফেরত আসেন ভারতের কুস্তিগির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৭:৫১
Share:

রবি কুমার টুইটার

বুধবার সেমিফাইনালে জিতে কুস্তিতে সোনা জয়ের লড়াইয়ে চলে এসেছেন রবি কুমার দাহিয়া। ভারতের এই কুস্তিগিরকে নেটমাধ্যমে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু

Advertisement

প্রথম দিকে পিছিয়ে থাকলেও ম্যাচে ফেরত আসেন ভারতের কুস্তিগির। সচিন তাঁর টুইটে লেখেন, ‘দারুণ প্রত্যাবর্তন রবি কুমার দাহিয়া। তুমি যেভাবে পিছিয়ে থেকেও ফেরত এসেছ আর জিতেছ সেটা অসাধারণ।’’

সহবাগ টুইটে লেখেন, ‘দারুণ ভাবে ফিরে এসে জয় পেল রবি কুমার। ৩-৯ পয়েন্টে পিছিয়ে থেকেও লড়াই ছাড়েনি। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে জয়, ভারত আরও একটা পদক নিশ্চিত করল।’

Advertisement

রবি কুমারের ফিরে আসাকে কুর্নিশ জানিয়েছেন কিরেণ রিজিজুও। তিনি লেখেন, ‘অসাধারণ ভাবে ফিরে এল রবি কুমার। ভারত আরও একটা পদক নিশ্চিত করল। কুস্তিতে ৫৭ কেজি বিভাগে ফাইনালে রবি।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement