বাইলসকে উজ্জীবিত করলেন শাস্ত্রী।
টোকিয়ো অলিম্পিক্সের দুটো ইভেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন সিমোনে বাইলস। মানসিক সমস্যার কারণে সরে গিয়েছেন তিনি। খেলোয়াড়দের এমন সমস্যা নতুন নয়। ভারতীয় দলের প্রশিক্ষক রবি শাস্ত্রীকেও হয়তো এমন অনেক সমস্যাই সামলাতে হয়েছে। অভিজ্ঞতা থেকেই সমস্যা সমাধানের উপায় জানালেন তিনি।
শাস্ত্রী টুইট করে লেখেন, ‘সময় নাও সিমোনে বাইলস। এত কম বয়সে তোমার কাছে অবশ্যই সময় রয়েছে নিজেকে সামলে নেওয়ার। ৪৮ ঘণ্টা হোক বা ৪৮ দিন, তুমি সময় নাও। কিন্তু ফিরে এসো চ্যাম্পিয়ন। কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই।’ জাপানী টেনিস তারকা নেয়োমি ওসাকার পাশেও দাঁড়িয়েছেন শাস্ত্রী। লিখেছেন, ‘তুমিও সময় নাও ওসাকা।’
বাইলসের কাছে এখনও সুযোগ রয়েছে আরও চারটি ইভেন্টে নামার। ১ অগস্ট থেকে শুরু সেই ইভেন্টগুলি। তার আগে নিজেকে সামলে নিয়ে অলিম্পিক্সে নামতে পারেন কি না সেই দিকে নজর থাকবে সকলের। বাইলসকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন শাস্ত্রীও।