Tokyo Olympics

Tokyo Olympics: শেষ মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে অলিম্পিক্স, আশঙ্কার কথা শোনালেন খোদ প্রধান কর্তাই

অলিম্পিক্সের গেমস ভিলেজে শনিবার প্রথম করোনা আক্রান্তের কথা জানান কর্তৃপক্ষ। মঙ্গলবার সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ৬৭-তে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২১:১৭
Share:

শেষ মুহূর্তে বাতিল হতে পারে টোকিয়ো অলিম্পিক্স। জানিয়ে দিলেন তোসিরো মুতো। ছবি - টুইটার

একেবারে শেষ মুহূর্তেও টোকিয়ো অলিম্পিক্স বাতিল হয়ে যেতে পারে। এমন আশঙ্কা করলেন খোদ অলিম্পিক্সের মুখ্য অধিকর্তা তোসিরো মুতো।

Advertisement

ইতিমধ্যেই গেমস ভিলেজের কঠিন জৈব সুরক্ষা বলয় ভেদ করে করোনা ঢুকে পড়েছে। একাধিক দেশের অ্যাথলিট ইতিমধ্যেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই অলিম্পিক্স বাতিল করে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।

গোটা গেমস ভিলেজ জুড়ে এমন ছবি ধরা পড়ছে। ছবি - টুইটার

একটি সাংবাদিক সম্মেলনে তোসিরো মুতো বলেন, “যে হারে ভাইরাসের প্রকোপ বাড়ছে, তাতে ভবিষ্যতে কী হবে এখনই বলা যাচ্ছে না। সেই জন্য আমাদের একটি বিশেষ দল ভাইরাস হানার দিকে নজর রাখছে। দরকার পড়লে শেষ মুহূর্তেও আমাদের অলিম্পিক্স বাতিল করতে হতে পারে।”

Advertisement

কোভিড আক্রান্ত জাপানের অগণিত সাধারণ মানুষও এই সময় অলিম্পিক্স চাইছেন না। তাঁদের প্রতিবাদ চলছে। একরাশ বিতর্কের মধ্যে আদৌ কি অলিম্পিক্সের মশাল জ্বলবে, এটাই দেখার বিষয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement