রোহন বোপান্না। —ফাইল চিত্র
সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) কর্তারা তাঁকে মিথ্যে বলেছিলেন, অভিযোগ করেছিলেন রোহন বোপান্না। তিনি বলেছিলেন, অলিম্পিক্সে ডাবলস দলে সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্তারা। মঙ্গলবার এই ভারতীয় টেনিস খেলোয়াড় এই মর্মে তাঁর ও এআইটিএ সচিব অনিল ধুপরের ফোনে কথোপকথনের রেকর্ডিং প্রকাশ্যে আনলেন। পরে অবশ্য সেই টুইট মুছেও দেন তিনি।
টুইটারে সেই রেকর্ডিং পোস্ট করে বোপান্না লিখেছেন, ‘সুপ্রভাত। এআইটিএ সচিব নির্লজ্জের মতো মিথ্যে বলছেন। সবাইকে এ ভাবে মিথ্যা বলা বন্ধ করুন। পঞ্চাশ বছর পেরিয়ে গেল, আমরা সব খেলোয়াড়রা বারবার ভুগছি শুধু কর্তাদের অপদার্থতার জন্য।’
এরপর বোপান্না ফোনের কথোপকথন তুল দেন। সেখানে শোনা যাচ্ছে-
বোপান্না: হ্যালো অনিল স্যর, কেমন আছেন?
ধুপর: ঠিক আছি। কালকের জন্য অপেক্ষা করছি। তুমিও ভগবানকে ডাক। হয়ত কাল আমরা ভাল খবর পাব।
বোপান্না: দেখলাম, বেরেত্তিনি সরে গিয়েছে।
ধুপর: কে? আমি শুধু এটাই বলতে চাইছি, কাল একটা ভাল খবর আমরা আশা করছি। তৈরি থেকো। এখন এর বেশি কিছু বলার নেই।
বোপান্না: তাহলে আমি আর সুমিত (নাগাল) যাচ্ছি তো?
ধুপর: তুমি আর সুমিতই যাচ্ছ। কারণ তোমার আর দ্বিবীজের (শরণ) একসঙ্গে খেলার কোনও সম্ভাবনাই নেই।
বোপান্না: আইটিএফ এটা মেনে নিয়েছে তো?
ধুপর: হ্যাঁ, তোমাদের মনোনয়ন ওরা মেনে নিয়েছে।
বোপান্নার অভিযোগ, ২২ জুনের পর আর মনোনয়ন দাখিল করা যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল আইটিএফ। শুধুমাত্র অসুস্থতা বা চোটের ক্ষেত্রেই মনোনয়ন বদল করা সম্ভব। কিন্তু এর পরেও এআইটিএ সচিব মিথ্যা বলেছেন।
এশিয়ান গেমস থেকে শুরু করে অলিম্পিক্স, নিয়ম করে প্রত্যেক বার দল নির্বাচন নিয়ে সর্বভারতীয় টেনিস ফেডারেশনের (এআইটিএ) সঙ্গে লেগে যায় কর্তাদের। এ বারের টোকিয়ো অলিম্পিক্সও তার ব্যতিক্রম হল না।