Tokyo Olympics

Tokyo Olympics: টোকিয়ো অলিম্পিক্স থেকে বিদায় নিল অতনুদের তিরন্দাজ দল

সোমবার সকালে কাজাখস্তানের দলকে ৬-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

টোকিয়ো শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ১০:৩৮
Share:

কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ভারত। ছবি: রয়টার্স

তিরন্দাজের দলগত বিভাগে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল ভারতঅতনু দাস, প্রবীণ যাদব এবং তরুণদীপ রাইরা পারলেন না কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠতে। স্ট্রেট সেটেই হারলেন তাঁরা। ভরসা এখন শুধুই ব্যক্তিগত বিভাগ।

সোমবার সকালে কাজাখস্তানের দলকে ৬-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত। সেখানে কোরিয়ার বিরুদ্ধে ০-৬ ব্যবধানে হেরে বিদায় নিল তারা। দ্বিতীয় সেটে ৩০ পয়েন্টের মধ্যে ২৯ পয়েন্ট নিয়ে কিছুটা লড়াইয়ে ফেরার আশা দেখিয়েছিল ভারত। কিন্তু কোরিয়ার দলকে কখনোই চিন্তিত মনে হয়নি। সহজেই সেমিফাইনালে পৌঁছে গেল তারা।

Advertisement

মিক্সড ডবলসের পর ছেলেদের দলগত বিভাগ থেকেও বিদায় নিল ভারত। এ বার ভরসা শুধুই একক প্রতিযোগিতা। বিশ্বের এক নম্বর দীপিকা কুমারী মেয়েদের বিভাগে খেলবেন ভুটানের কর্মার বিরুদ্ধে। অতনু, তরুণ এবং প্রবীণ তিন জনকেই দেখা যাবে একক বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement