India

Tokyo Olympics: দারুণ শুরু, অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে মেরি কম

চলতি টোকিও অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার মেরি। শুরুটাও তেমনই দাপটের সঙ্গে করলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৫:২৮
Share:

প্রথম ম্যাচ জয়ের পর মেরি কম। ছবি - টুইটার

শেষ অলিম্পিক্স বলে কথা। তাই ফের পদক জয়ের স্বপ্ন নিয়ে জোরালো পাঞ্চ দিয়ে এ বারের শুরুটা করলেন এম সি মেরি কম

Advertisement

টেবিল টেনিসের পর এ বার বক্সিংয়েও সুখবর। মহিলাদের ফ্লাই ওয়েট বিভাগে ডমিনিকান রিপাবলিকের মিগুয়েলিনা হার্নান্দেজ গার্সিয়াকে হারিয়ে দিলেন মেরি কম। বিপক্ষকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেলেন ভারতের এই মহিলা বক্সার।

Advertisement

চলতি টোকিও অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার মেরি। শুরুটাও ভাল করলেন তিনি। রবিবার হার্নান্দেজ গার্সিয়াকে হারাতে তাঁকে খুব বেশি বেগ পেতে হয়নি। যদিও প্রথম দুটি রাউন্ডের পরে দুজনের স্কোর সমান সমান ১৯-১৯ হয়। কিন্তু এরপর নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান মেরি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে নেন মেরি।

ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি ৫১ কেজি বিভাগে শুরু থেকেই বিপক্ষের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। শেষ হাসি হাসলেন ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতা মেরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement