Lovlina Borgohain

Tokyo Olympics: ব্রোঞ্জজয়ী লভলিনাকে শুভেচ্ছা জানিয়ে টুইট মমতা-মোদীর

টুইটারে বংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ব্রোঞ্জ পদক জেতার জন্য অভিনন্দন লভলিনা। তোমার প্রচেষ্টা ভারতকে গর্বিত করেছে। তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১২:৩০
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী ফাইল চিত্র

সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে হেরে গিয়েও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন ভারতের লভলিনা বড়গোহাঁই। অসমের এই বক্সারের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


টুইটারে মমতা লিখেছেন, ‘ব্রোঞ্জ পদক জেতার জন্য অভিনন্দন লভলিনা। তোমার প্রচেষ্টা ভারতকে গর্বিত করেছে। তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।’

Advertisement

টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'দারুণ লড়াই করেছ লভলিনা। তোমার এই সাফল্য ভারতবাসীকে গর্বিত করবে। লভলিনার জেদ আর সংকল্প তারিফযোগ্য। ব্রোঞ্জ জেতার জন্য অভিনন্দন ওকে। আশা করব ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।'

Advertisement

ভারতের হয়ে তৃতীয় পদক জিতে নিলেন লভলিনা। এর আগে মীরাবাই চানু ভারোত্তোলনে রুপো জিতেছেন। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু জিতেছেন ব্রোঞ্জ। এবার সেই তালিকায় যুক্ত হলেন লভলিনাও।

বুধবার সকালে ২৪ বছরের এই বক্সার ফাইনালে ওঠার লক্ষ্যে খেলতে নামলেও বিশ্ব চ্যাম্পিয়ন সুরমেনেলির বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ০-৫ ব্যবধানে হারতে হয় তাঁকে। শুরু থেকেই কিছুটা ক্লান্ত লাগছিল তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement