হকি দলকে অভিনন্দন মমতা মোদীর টুইটার
বৃহস্পতিবার জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে ভারতের পুরুষ হকি দল। ব্রোঞ্জ পদক জেতার পরই টুইট করে মনপ্রীত সিংহ, শ্রীজেশদের অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
টুইট করে মমতা লেখেন, ‘আরও একটা গর্বের মুহূর্ত। ব্রোঞ্জ পদক জেতার জন্য অভিনন্দন ভারতের পুরুষ হকি দলকে। তোমাদের লড়াই আগামী প্রজন্মও মনে রাখবে।’
নরেন্দ্র মোদী টুইট করে লেখেন,‘ঐতিহাসিক! এই দিনটা প্রত্যেক ভারতবাসী মনে রাখবে। ভারতের পুরুষ হকি দলকে অভিনন্দন। ভারতে ব্রোঞ্জ পদক নিয়ে আসার জন্য। ভারতবাসীর, বিশেষ করে তরুণ প্রজন্মের কল্পনাকে ছুঁয়ে গিয়েছে ভারতীয় দল। আমি গর্বিত ওদের জন্য।
১৯৮০ সালে সোনা জেতার পর প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে হকিতে পদক পেল ভারত। জার্মানির বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও ৫-৪ গোলে জেতে তারা।