2020 Tokyo Olympics

Tokyo Olympics: অলিম্পিক্স বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে অসমের লভলিনা, হারালেন জার্মান প্রতিপক্ষকে

মীরাবাই চানুর পর অলিম্পিক্সে অবশেষে সাফল্য ভারতের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১১:৩৬
Share:

লভলিনা বড়গোহাঁই টুইটার

অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা বড়গোহাঁই। জার্মানির নন্দিন অ্যাপেজকে ৩-২ ব্যবধানে হারালেন তিনি। মীরাবাই চানুর পর অলিম্পিক্সে অবশেষে সাফল্য ভারতের।পদক থেকে মাত্র এক কদম দূরে লভলিনা।

Advertisement

ম্যাচের শুরু থেকেই নিজের আধিপত্য বজায় রেখেছিলেন লভলিনা। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডেও সেই ধারা বজায় রাখেন তিনি।

অসমের মেয়ে লভলিনা ২০২১ সালেই দুবাইয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। ওয়াল্টার ওয়েট বিভাগে খেলছেন ভারতের এই বক্সার। লভলিনার পর মঙ্গলবার পুজা রানি খেলবেন প্রি কোয়ার্টার ফাইনালে। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন মেরি কম।

Advertisement

শুরুটা ভাল হলেও শনিবারের পর আর পদক জিততে পারেননি ভারতীয়রা। তবে শুটাররা ব্যর্থ হলেও বক্সাররা আশার আলো দেখাচ্ছেন ভারতীয়দের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement