বেলজিয়াম বনাম ভারত। ছবি: রয়টার্স
ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেল ভারতের। ব্রোঞ্জের জন্য লড়বে তারা।
সময় শেষ হয়ে আসছে। ধীরে ধীরে ফাইনালে ওঠার আশা কমছে ভারতের। এখনও দুই গোলে পিছিয়ে তারা।
একের পর এক আক্রমণ বেলজিয়ামের। সেখান থেকে বার বার পেনাল্টি কর্নার পাচ্ছে তারা।
পেনাল্টি কর্নার থেকে গোল করে বেলজিয়াম। একাধিক পেনাল্টি কর্নার পাওয়ার সুবিধা নিচ্ছে বেলজিয়াম।
ফের এক বার আটকে দিল ভারত। তৃতীয় পেনাল্টি কর্নার পেল বেলজিয়াম।
বেলজিয়ামের পেনাল্টি কর্নার আটকে দিল ভারত। তবে ফের পেনাল্টি কর্নার পেয়েছে বেলজিয়াম।
চাপে ভারত। পেনাল্টি কর্নার পেল বেলজিয়াম।
শেষ হয়ে গেল তৃতীয় কোয়ার্টার। খেলার ফল ২-২। শেষ কোয়ার্টারে জিততে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ভারত।
বার বার আক্রমণে উঠছে বেলজিয়াম। গোলের ২৫ গজের মধ্যে ভয়ঙ্কর দেখাচ্ছে তাদের।
ভারতের পেনাল্টি কর্নার আটকে দিল বেলজিয়াম। সুযোগ পেয়েও ব্যর্থ ভারত।
পেনাল্টি কর্নার পেল ভারত। গোল করারা সুযোগ হরমনপ্রীতদের সামনে।
দুই দলই আক্রমণে উঠছে বার বার। তবে এখনও গোল হয়নি তৃতীয় কোয়ার্টারে।
ভারত বনাম বেলজিয়ামের লড়াই। সেমিফাইনালে তৃতীয় কোয়ার্টারের খেলা শুরু।
দ্বিতীয় কোয়ার্টার শেষে লড়াই সমানে সমানে। ২-২ ব্যবধানেই শেষ প্রথমার্ধ।
দ্বিতীয় কোয়ার্টারের শেষে বেলজিয়ামের আক্রমণ। তবে গোলরক্ষক শ্রীজেস বাঁচিয়ে দিল ভারতকে।
পেনাল্টি কর্নার পেল ভারত। তবে গোল করতে পারল না।
পেনাল্টি কর্নার পেল বেলজিয়াম। আটকে দিল ভারত। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের চাপ বেলজিয়ামের।