ফাইল চিত্র।
অলিম্পিক্সে অ্যাথলেটিক্স থেকে এ পর্যন্ত কোনও ভারতীয় পদক আনতে পারেননি। অতীতে মিলখা সিংহ ও পি টি উষা পদকের খুব কাছ থেকে ফিরে এসেছেন। সোমবার সেই আক্ষেপ মুছে দিতে পারেন পঞ্জাবের ডিসকাস থ্রোয়ার কমলপ্রীত কৌর।
সোমবার বিকেল সাড়ে চারটেয় মহিলাদের ডিসকাস থ্রো-এর ফাইনালে নামবেন কমলপ্রীত। ফাইনালের বাছাই পর্বে তিনি ৩১ জনের মধ্যে ৬৪ মিটার ছুড়ে দ্বিতীয় হয়েছেন। ফাইনালে কমলপ্রীতকে কঠিন পরীক্ষার সামনে ফেলতে পারেন আগের দুই অলিম্পিক্স থেকে সোনাজয়ী সান্দ্রা পের্কোভিচ। ফাইনালে যদিও তিনি গিয়েছেন কমলপ্রীতের পিছনে থেকে (৬৩.৭৫ মিটার) তৃতীয় হয়ে। প্রথম হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যালেরি অলম্যান (৬৬.৪২ মিটার)। ফাইনালের আগে সংবাদ সংস্থাকে কমলপ্রীত বলেছেন, ‘‘অলিম্পিক্স পদক ছাড়া এই মুহূর্তে অন্য কোনও ব্যাপারেই মনোনিবেশ করছি না। খালি হাতে দেশে ফেরা যাবে না।’’