Tokyo Olympics 2020

Tokyo Olympics: ছোলে বাটুরে, নান, অলিম্পিক্সে ভারতীয় ক্রীড়াবিদদের জন্য রকমারি দেশি খাবার

জানা গিয়েছে, গেমস ভিলেজে ঘুরতে কোনও বাধা নেই ভারতীয় ক্রীড়াবিদদের। তবে ভারতীয় ক্রীড়াবিদরা এ ব্যাপারে যথেষ্ট সাবধানী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ১৯:৫১
Share:

দেশি খাবার খাবেন ক্রীড়াবিদরা।

এর আগে বিভিন্ন অলিম্পিক্সে গিয়ে খাবারের সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় ক্রীড়াবিদদেরভারতীয় খাবার পাওয়াই যেত না বেশির ভাগ জায়গায়। এই নিয়ে বেশ কয়েক বার অভিযোগও জানিয়েছেন ক্রীড়াবিদরা।

Advertisement

তবে টোকিয়োয় এ ধরনের সমস্যার মুখে পড়তে হবে না তাঁদের। এখানে দেশি খাবারই পাবেন তাঁরা। ভারতীয় দলের শেফ ডে মিশন জানিয়েছেন, ছোলে বাটুরে, নান, ঢ্যাঁড়স, বেগুনের মতো দেশি খাবারই গেমস ভিলেজে পাবেন ক্রীড়াবিদরা। আমিষ খাবারেরও কোনও অভাব থাকবে না।

জানা গিয়েছে, গেমস ভিলেজে ঘুরতে কোনও বাধা নেই ভারতীয় ক্রীড়াবিদদের। তবে ভারতীয় ক্রীড়াবিদরা এ ব্যাপারে যথেষ্ট সাবধানী। নিজেদের টাওয়ার এবং অনুশীলনের এলাকার বাইরে তাঁরা খুব বেশি ঘোরাঘুরি করছেন না।

Advertisement

ভারতের সঙ্গে একই টাওয়ারে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং বেলজিয়াম। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার দুই ফুটবল খেলোয়াড় এবং ভিডিয়ো বিশেষজ্ঞের করোনা ধরা পড়েছে। তাঁরা অন্যত্র রয়েছেন। বাকি দলটিও নিভৃতবাসে রয়েছে। তাই ভারতীয় ক্রীড়াবিদরা অকারণে বিপদ ডেকে আনতে চাইছেন না। আপাতত ভারতীয় দলের প্রত্যেকের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। গেমস ভিলেজে তাঁরা তিনটি তলায় রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement